×

জাতীয়

আখাউড়া চেকপোস্টে যাত্রীদের ভারতে প্রবশে করতে দিচ্ছে না বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৭, ১২:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতকারী যাত্রীদের আটকে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোনালী ব্যাংকে ভ্রমণ কর পরিশোধ না করে স্থলশুল্ক স্টেশনে কর পরিশোধ করায় যাত্রীদের ভারতে প্রবশে করতে দিচ্ছে না ২৫ বিজিবি ব্যাটালিয়নের আখাউড়া চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা। এর ফলে শুক্রবার সকাল ৮টা থেকে থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভারতগামী শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে আখাউড়া চেকপোস্ট সংলগ্ন সোনালী ব্যাংকের বুথ বন্ধ থাকায় যাত্রীরা ভ্রমণ কর পরিশোধ না করে স্থলশুল্ক স্টেশনে কর পরিশোধ করে থাকেন। গত কয়েক বছর ধরে শুল্ক স্টেশনের নির্ধারিত ফরম পূরণ করে এভাবেই কর পরিশোধ করে আসছিলেন যাত্রীরা। কর পরিশোধ মর্মে যাত্রীদের রশিদও দিয়ে থাকে স্থলশুল্ক স্টেশন। তবে শুক্রবার সকাল থেকে শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে ভ্রমণ কর পরিশোধ করা যাত্রীদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না বিজিবি। এ ব্যাপারে জানতে চাইলে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী বলেন, শুল্ক স্টেশনের কাছে জমা দেওয়া এই ভ্রমণ কর ব্যাংকে জমা দেয়ার বিধান রয়েছে। তবে যাত্রীদের এই কর সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয় কীনা সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। এজন্য গত বুধবার থেকেই বিজিবি সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন ব্যাংকে কর পরিশোধের রশিদ ছাড়া কাউকে ভারতে প্রবেশ করতে দেওয়া না হয়। যদিও শুল্ক স্টেশনে ভ্রমণ কর পরিশোধের রশিদ গ্রহণে ইমিগ্রেশন পুলিশ থেকে যাত্রীদের কোনো বাধা দেয়া হচ্ছে না। তবে বিজিবি আটকে দেয়ায় যাত্রীরা ইমিগ্রশন পর্যন্ত পৌঁছাতে পারছেন না। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জাগো নিউজকে জানান, আমাদের পক্ষ থেকে যাত্রীদের কোনো বাধা দেওয়া হচ্ছে না। ব্যাংকে ভ্রমণ কর পরিশোধ না করায় বিজিবি যাত্রীদের আটকে দিচ্ছে। এখন পর্যন্ত শতাধিক যাত্রী আটকরা পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App