×

জাতীয়

প্রথম দিনে ৩ ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রীদের মুখে হাসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১২:০৭ পিএম

প্রথম দিনে ৩ ট্রেন দেরিতে ছাড়লেও যাত্রীদের মুখে হাসি

প্রতীকী ছবি

প্রথম দিনে তিনটি ট্রেন দেরিতে ছেড়ে গেলেও যাত্রীদের মুখে ফুটেছে হাসির রেখা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনযোগে বাড়ি ফিরতে পেরে রাজধানীবাসীকে বেশ খুশি দেখা গেছে। এবারের ঈদযাত্রায় প্রতিদিন ট্রেনে করে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবেন ৫৩ হাজার যাত্রী। এর মধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে ২৭ হাজারের বেশি বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার। আজ বুধবার (২৭ এপ্রিল) ভোর ছয়টা ২০ মিনিট থেকেই ট্রেনযোগে ঘরে ফেরার আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে।

স্টেশন ম্যানেজার মাসুদ সরওয়ার বলেন, ২৭ এপ্রিল থেকে ১ মে এ ৫ দিন বাংলাদেশ রেলওয়ে ঈদ ট্রেন চালাবে। যার জন্য গত শনিবার (২৩ এপ্রিল) ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি করা হয়। সকাল ছয়টায় রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা। তবে ধূমকেতুর বিলম্ব হওয়ায় ছয়টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ঈদযাত্রা শুরু হয়।

এদিকে ঈদযাত্রার প্রথম দিনেই ধুমকেতু এক্সপ্রেস ৫৫ মিনিট দেরিতে স্টেশন ছেড়েছে। ট্রেনটি ভোর ছয়টায় ছাড়ার কথা থাকলেও তা কমলাপুর ছেড়ে যায় ছয়টা ৫৫ মিনিটে। এরপর খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল সোয়া আটটার সময় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় আটটা ৪৭ মিনিটে।

এদিকে ঈদযাত্রার শুরুতেই তিনটি ট্রেন বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়েছে। এসব ট্রেনের মধ্য সবচেয়ে বেশি দেরিতে ছাড়ে রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস। বিলম্বে ট্রেন ছাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রীদের মধ্যে। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অবশেষে ট্রেনে করে বাড়ি ফিরতে পারায় অনেকের মুখে হাসির রেখা দেখা গেছে।

রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস সকাল নয়টা ১০ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল। তবে রংপুর এক্সপ্রেস এক ঘণ্টা ২০ মিনিট দেরিতে সকাল সাড়ে ১০টার সময় কমলাপুর স্টেশন ছেড়েছে।

ধুমকেতু এক্সপ্রেসের যাত্রী জাহানারা  বলেন, ধূমকেতু শুরুতেই ৫৫ মিনিটের বিলম্ব, বাকিটা সময় কীভাবে শিডিউল ঠিক হবে জানি না। পথে কত বিলম্ব হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন যাত্রীরা।

তবে দিনের অন্যান্য ট্রেন চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগার সিন্ধুর প্রভাতি, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতি যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বুধবার সকাল আটটা থেকে পঞ্চম দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দেয়া হচ্ছে ১ মের অগ্রিম টিকিট। আগামী ১ মের টিকিট পেতে মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে আসছেন হাজারো টিকিটপ্রত্যাশী। যাদের একটা বড় অংশই স্টেশন এলাকাতেই সেরেছেন ইফতার ও সেহরি। অনেক নারীও এসেছেন সেহরির আগে। তাদেরও লক্ষ্য একই দিনের টিকিট প্রাপ্তি।

আগামী ৩ মে ঈদ হলে আগামীকাল ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকিট। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে অনলাইনে টিকিট ভোগান্তিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App