×

জাতীয়

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:২৪ পিএম

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

মঙ্গলবার রাজধানীতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সাম্যের সমাজ বিনির্মাণের লড়াই জোরদার করে পণ্যদস্যু রাষ্ট্রের অভিপ্রায় পণ্ড করার সংকল্প নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৭০ বছরের পথ পরিক্রমায় সংগঠনের সকল সাবেক ও বর্তমান নেতাকর্মী, সমর্থক এবং শুভান্যুধায়ীদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সংগঠনের নেতা-কর্মীরা ছাত্র সমাবেশে মিলিত হন। একই স্থানে ‘যাদের রক্তে আমাদের গৌরব’ শীর্ষক দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে জাতীয় আয়ের ৮ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ, ইউজিসির কৌশলপত্র বাতিল করা ও বিভাগ উন্নয়ন ফি সহ বিশ্ববিদ্যালয়ে নামে-বেনামে আরোপিত বিভিন্ন ফি বাতিল, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিকেন্দ্রীকরন করে শিক্ষক, শ্রেণীকক্ষ, আবাসন ও পরিবহন সঙ্কট নিরসন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি চালু, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে বিশেষ বৃত্তি প্রদান এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ‘স্কুল লাঞ্চ’ চালু, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের লভ্যাংশের উপর সারচার্জ আরোপ করার দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্র নেতারা বলেন, কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের মৃত্যুর ঘটনা বিশ্ববিদ্যালয়ে সরকারের অর্থায়নে অনীহার ফল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে যুক্ততার কারণে শিক্ষার্থীদের নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়। এই পাঁয়তারার উদ্দেশ্য শিক্ষার্থীরা যেন অধিকার আদায়ে, অতিরিক্ত ফি আদায় বন্ধে যুথবদ্ধ হতে না পারে।

তারা বলেন, শিক্ষার্থীদের আজ তাদের অধিকার আদায়ের স্লোগান থেকে দূরে সরিয়ে রাখার সমস্ত প্রচেষ্টা আমরা বর্তমান সরকারের দিক থেকে লক্ষ্য করেছি। বজ্রকন্ঠ তুলে শিক্ষার্থীরা মাঠে নামলেই হেলমেট বাহিনী, পেটোয়া পুলিশ বাহিনীর বর্বর আক্রমণ বাংলাদেশের মানুষ ভুলবে না।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈমের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য তাসবিবুল গনি নিলয়সহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশ থেকে পণ্যদস্যু রাষ্ট্রের অভিপ্রায় ব্যর্থ করে দিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামকে ত্বরান্বিত করার সংকল্প ব্যক্ত করেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কলাভবন, ডাকসু ভবন, মধুর ক্যান্টিন হয়ে পুনরায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App