×

জাতীয়

করোনার দ্বিতীয় ডোজের গণটিকা সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৬:৩১ পিএম

রাজধানীসহ সারা দেশে আগামীকাল সোমবার পরিচালিত হবে করোনা প্রতিরোধী টিকার ২য় ডোজের গণটিকা ক্যাম্পেইন। ২৬ ফেব্রুয়ারি যারা করোনা টিকা নিয়েছিলেন তারা ২য় ডোজ টিকা পাবেন। ২য় দফায় একদিনে ১ কোটি করোনা টিকার কার্যক্রমের আওতায় এ টিকা দেয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে ১ম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেয়া হবে ২য় ডোজের টিকা।

গত ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে ১ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেয়া হয়।

দেশে করোনার টিকাদান পরিস্থিতি নিয়ে আজ রবিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের পরিচালক (সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ) ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, এ পর্যন্ত ১২ কোটি ৬৮ লাখ মানুষ ১ম ডোজের টিকা নিয়েছেন। ২য় ডোজের টিকা নিয়েছেন ৯ কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৪১ জন। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদান অব্যাহত আছে। এক দিনে কোটি টিকাদান কর্মসূচির আওতায় যেসব ব্যক্তি ১ম ডোজের টিকা নিয়েছিলেন, তাদের জন্য ২৮ থেকে ৩০ মার্চ ২য় ডোজের ক্যাম্পেইন শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App