×

জাতীয়

একদিনে এক কোটি ২০ লাখ টিকা পেলেন সাধারণ মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৪ পিএম

২৬ ফেব্রুয়ারি সরকার ঘোষিত ১ দিনে ১ কোটি টিকা দান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকা দেয়া হয়েছে। ওই দিন ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া ৪ হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ তথ্য জানন।

মন্ত্রী বলেন, গতকাল সব মিলিয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এর মধ্যে এক কোটি ১১ লাখ লোককে প্রথম ডোজ দেয়া হয়েছে। মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর প্রমুখ।

শনিবার এক কোটি মানুষকে টিকাদানের লক্ষ্য পূরণে বিভিন্ন হাসপাতালের বাইরেও স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, প্রাথমিক বিদ্যালয়, কাউন্সিলরের কার্যালয়, ইউনিয়ন পরিষদ এবং খোলা মাঠেও টিকা দেয়ার ব্যবস্থা করা হয়। বেশিরভাগ গণটিকা কেন্দ্রেই টিকা নিতে অনেক মানুষের ভিড় দেখা গেছে। তাদের মধ্যে অনেকেই টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন। আবার অনেক টিকাকেন্দ্রে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটতেও দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App