×

জাতীয়

এবারও ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৮ পিএম

এবারও ২৫ মার্চ এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

প্রতীকী ছবি

বিগত বছরগুলোর মতো এ বছরও ২৫ মার্চ রাতে পালিত হবে ‘ব্ল্যাক আউট’। অর্থাৎ গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ। এদিন রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া দেশের সর্বত্র ‘ব্ল্যাক আউট’ পালিত হবে। এর মাধ্যমে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের প্রতি ঘৃণা প্রদর্শন করবে দেশবাসী।

১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে অপারেশন সার্চলাইটের নামে রাজারবাগ পুলিশ লাইনসসহ ঢাকার বিভিন্ন স্থানে নিরস্ত্র-ঘুমন্ত বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হায়েনারা। এর নীলনকশা তৈরি করেন পাকিস্তানি মেজর রাও ফরমান আলী। ঢাকা ও আশেপাশের এলাকায় সেদিন দায়িত্ব পালন করেন মেজর আবরার। আর সারাদেশে গণহত্যার দায়িত্ব পালন করেন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App