×

জাতীয়

নাম চেয়ে রাজনৈতিক দলগুলোকে বুধবার থেকে সার্চ কমিটির চিঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৪ পিএম

নাম চেয়ে রাজনৈতিক দলগুলোকে বুধবার থেকে সার্চ কমিটির চিঠি

ফাইল ছবি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ইমেইলে ইসি গঠনে নাম দেবার আহ্বানে তেমন সাড়া না পাওয়ায় এবার দলগুলোকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সার্চ কমিটি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয় এ দিন বিকাল সাড়ে চারটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক অংশ নেন। এছাড়া সাচিবিক সহায়তাকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী পরিসদ সচিব বলেন, আগামী শুক্রবার বিকাল ৫ টার মধ্যে দলগুলোকে সর্বোচ্চ ১০ জনের নাম চেয়ে চিঠি দেয়া হবে। এ ছাড়া আগামী সপ্তাহের শনি ও রবিবার সুশীল সমাজ, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে সার্চ কমিটি ইসি গঠনে মতামত নিতে তিন দফায় বৈঠক করবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যদিও ১৪ ফেব্রুয়ারি বর্তমান কমিশনের মেযাদ শেষ হচ্ছে, তাই আমরা আশা করবো তার আগেই ইসি গঠন হয়ে যাবে। যদি না হয়, তা হলে কী করা হবে তখন আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App