×

জাতীয়

রোহিঙ্গাদের ‘বাংলাদেশের সংখ্যালঘু’ বলায় জাতিসংঘকে কড়া জবাব ঢাকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫১ পিএম

রোহিঙ্গাদের ‘বাংলাদেশের সংখ্যালঘু’ বলায় জাতিসংঘকে কড়া জবাব ঢাকার

রোহিঙ্গা। ফাইল ছবি

মিয়ানমার থেকে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের ‘বাংলাদেশের সংখ্যালঘু’ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। এর প্রতিক্রিয়ায় কড়া জবাব দিয়েছে ঢাকা।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর এ বিষয়ে জানতে ঢাকায় পাঠানো চিঠিতে রোহিঙ্গাদের এভাবে উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ইউএনএইচসিআর)। সেই চিঠির প্রতিউত্তরে কড়া জবাব দিয়ে ঢাকা প্রশাসন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছিল ইউএনএইচসিআর। সেখানে রোহিঙ্গা নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কেও জানতে চাওয়া হয়। উত্তরে রোহিঙ্গা নেতার হত্যাকাণ্ডের আগে ও পরে বাংলাদেশ কী ব্যবস্থা নিয়েছে এবং কী ধরনের নিরাপত্তা দিয়েছে তা জানানো হয়েছে।

তিনি আরও জানান, ২০২১ সালের ১৮ নভেম্বর জাতিসংঘ থেকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ চিঠি পাঠানো হয়।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ দূতকে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, রোহিঙ্গারা মিয়ানমারের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নয়।

চিঠিতে বলা হয়েছে, কক্সবাজারে এক হাজার ৬১৬ পুলিশ সদস্য এবং ৪২৭ আনসার সদস্যকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় মোতায়েন করেছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের রাজনৈতিক অনিচ্ছা ও প্রত্যাবাসনে দেরি হওয়ায় সংকট আরও প্রকট হয়ে উঠছে।

গত ২৯ সেপ্টেম্বর এশার নামাজ শেষে রাত পৌনে ৯টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। পরদিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ উখিয়া থানায় অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App