×

জাতীয়

ভারত আমাদের পরীক্ষিত বন্ধু: আবদুল হামিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৭:১০ পিএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ভারত কেবল নিকটতম প্রতিবেশীই নয়, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।

রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের কেন্দ্রীয় আয়োজন ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ভাষণে এ কথা বলেন তিনি।

এর আগে একই মঞ্চে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের। কানেক্টিভিটির নতুন যুগে প্রবেশ করবে দুই দেশ।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বঙ্গবন্ধু ছোট কন্যা শেখ রেহানাসহ রাষ্ট্রীয় অতিথিরা।

এর আগে সেখান থেকেই জাতিকে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App