×

জাতীয়

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১১:০৮ এএম

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রতীকি ছবি

রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় জন দগ্ধের ঘটনায় রিপন মিয়া (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ছয়টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি।

রিপনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে গত রোববার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় বিশ্বনাথ (৬০) নামে একজন।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী সায়দাবাদ জনপথ এলাকা থেকে ছয় জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে আবুল কালাম (৫৮) ৮০ শতাংশ, শফিকুল ইসলাম (৪০) ৭৮ শতাংশ, ও কবির হোসেন (৪০) ৮৫ শতাংস দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে।

স্বজনরা জানায়, দগ্ধ রিপনের বাড়ি ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলায়। বর্তমানে সায়দাবাদ এলাকায় একটি মেসে থাকতেন। পেশায় ভ্যান চালক ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App