×

সংসদ নির্বাচন

আওয়ামী লীগ পুরনো কায়দায় ভোট ডাকাতি করছে: জি এম কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম

আওয়ামী লীগ পুরনো কায়দায় ভোট ডাকাতি করছে: জি এম কাদের

আওয়ামী লীগ তাদের পুরনো কায়দায় ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। রবিবার সকালে রংপুর ৩ আসনের সেন পাড়া শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ‘আমরা খবর পেয়েছি জামালপুর-কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগ তাদের পুরনো কায়দাতেই ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে নির্বাচন করছে। বারবার আশস্ত করলেও তারা কথা রাখেনি।’

ভোট গ্রহণ স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বিভিন্ন যায়গা থেকে খবর পাচ্ছি। আওয়ামী লীগ ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। যদিও সব যায়গার খবর আমরা এখনো পাইনি।’

জিএম কাদের আরো বলেন, ‘সবসময় আমাদের আশঙ্কা ছিল, নির্বাচনে এনে আমাদের কোরবানি করা হবে। কোরবানি করার পর দেশে নির্ভেজাল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কিনা বিকেলেই তা বোঝা যাবে।’

এবারো ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা তার বেশ কিছু নমুনা দেখতে পেয়েছি। আওয়ামী লীগের লোকবল বেশি, প্রশাসন তাদের সঙ্গে পরোক্ষভাবে আছে। অনেক জায়গায় কোথাও বাধা দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এরকম তারা করে যাচ্ছে। যতদূর খবর পেয়েছি তাতে আমরা খুবই উদ্বিগ্ন।

আমাদের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে দলের অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App