ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হামলা চালিয়েছে। এসময় তারা সেখানে ব্যাপক ভাংচুর চালায়। তবে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও এই ৭টি প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত। কারা এখানে হামলা চালিয়েছে তা জানা যায়নি।
আরো পড়ুন: বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ বেতারের কর্মকর্তা-কর্মচারীরা
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কর্মীরা জানায়, দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে শতাধিক লোকজন একটি মিছিল নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিলো হকিস্টিক, রড ও লাঠিসোটা। তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান গেট খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা এলোপাতাড়িভাবে ভাংচুর চালাতে থাকে। হামলাকারীরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাংচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছু ভেঙ্গে তছনছ করে দেয়।
এরপর তারা ভবনের সামনে রাখা ২০ থেকে ২৫টি গাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এছাড়া ভবনের কাঁচের দেয়াল ও দরজা ভেঙ্গে ফেলে। এসময় গোটা মিডিয়া হাউজে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।