ব্রেকিং |
ভারতে বাংলাদেশ হাইকমিশনের চাকরি হারালেন শাবান মাহমুদ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০২:২৩ এএম
ভারতে বাংলাদেশ হাইকমিশনের চাকরি হারালেন শাবান মাহমুদ
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ে মিনিস্টারের (প্রেস) চাকরি হারালেন শাবান মাহমুদ। মেয়াদ চার মাস বাকি থাকতেই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার সাংবাদিক শাবান মাহমুদের নিয়োগ বাতিলের আদেশের প্রজ্ঞাপন করা হয়। তবে এখন পর্যন্ত এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে সরকারের পতনের পর পদত্যাগের হিড়িকের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল হচ্ছে।
শাবান মাহমুদ ২০২০ সালের নভেম্বর থেকে এ দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালে তার চাকরির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়।
এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদকে ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্ব দেয় সরকার। তখন দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শাবান মাহমুদ এক সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করেন।