ব্রেকিং |
প্রধান উপদেষ্টার প্রেস সচিব কে এই সাংবাদিক শফিকুল আলম
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০১:৪৭ এএম
সাংবাদিক শফিকুল আলম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রেস সচিব হয়েছেন সাংবাদিক শফিকুল আলম। এছাড়া অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব ও শাব্বীর আহমদকে সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শফিকুল আলমকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, শফিকুল আলমকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।
সাংবাদিক শফিকুল আলম দুই দশক ধরে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিতে কাজ করছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব হতে ডাক পাওয়ার খবর সাংবাদিক শফিকুল আলম সোমবার রাতে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন।
তিনি লিখেছিলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হতে বলেছেন। তাকে এবং জাতির সেবা করতে পারার জন্য সম্মানিত বোধ করছি।
গত ২০ বছর এএফপিতে কাজ করার কথা তুলে ধরে তিনি বলেন, আমার ২০ বছরের নিয়োগদাতা প্রতিষ্ঠান এএফপিও চায় যেন আমি তাদের সাথে থাকি। তারা (এএফপি টিম) একটি বড় পরিবার। তারা আমাকে এত বছর ধরে এমনভাবে সাহায্য করেছে, যেমনটা একজন বাবা তার সন্তানের জন্য করে।
তারপরও প্রেস সচিবের 'চ্যালেঞ্জিং' দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন শফিকুল।
বাংলাদেশ অবজারভারে ক্রীড়া সাংবাদিক হিসেবে শফিকুল আলমের সাংবাদিকতা জীবনের শুরু। সাড়ে সাত বছর ক্রীড়া সাংবাদিকতার পর বাণিজ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে। আড়াই বছর সেখানে কাজ করে ২০০৫ সালে এএফপিতে যোগ দেন।
এএফপিকে প্রথম সাতবছর করেসপন্ডেন্ট হিসেবে এবং পরে ঢাকার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল আলম। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি করা শফিকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক।
উল্লেখ্য, এর আগে সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন নাঈমুল ইসলাম খান।