×

রূপচর্চা

ত্বকের জেল্লা বাড়াবে ময়দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম

ত্বকের জেল্লা বাড়াবে ময়দা

ত্বক উজ্জ্বলও হবে আবার ক্ষতিও হবে না ময়দা ব্যবহারে। ছবি : সংগৃহীত

উজ্জ্বল ত্বক কে না চান তবে তার জন্য ত্বকের সঠিক যত্ন নেয়া জরুরি। কর্মব্যস্ততার মাঝে বেশির ভাগ ক্ষেত্রেই পার্লারে গিয়ে ত্বক পরিচর্যার সময় হয়ে ওঠে না। রাসায়নিক উপকরণে ভরপুর কিছু নামী প্রসাধনী কখনো সরাসরি, কখনো চোরাগোপ্তা পথে ত্বকের ক্ষতি করে। অনেকেই এই ক্ষতি ঠেকাতে ভরসা রাখেন ঘরোয়া উপায়ে। রান্না ঘরে থাকা কিছু সামগ্রীই হয়ে উঠতে পারে ত্বক পরিচর্যার মূল উপকরণ। এমনই এক উপকরণ হল ময়দা। ত্বক উজ্জ্বলও হবে আবার ক্ষতিও হবে না ময়দা ব্যবহার করলে। 

উপকারী প্রাকৃতিক উপাদানের তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে ময়দা। এই উপাদানই ক্লিনজারের কাজ করে। ত্বকের যত্নের জন্য এই ময়দা যে খুব উপকারী একটি জিনিস, তা হয়তো অনেকেই জানেন না। নরম, মোলায়েম, পেলব ত্বক পেতে সাহায্য করবে ময়দা। এর গুণে ত্বকের দাগছোপ মলিন হতে সময় লাগে না। সেই সঙ্গে ত্বকে যাতে অতিরিক্ত মাত্রায় তেল নিঃসরণ না হয়, সেদিকেও নজর রাখে। এমনকী প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও ময়দার জুড়ি মেলা ভার। ময়দায় উপস্থিত ভিটামিন বি ত্বকের অন্দরে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে, যা জমে থাকা টক্সিনকে সহজেই বের করে দেয়। কিন্তু ময়দা রুক্ষ-শুষ্ক ত্বকে ব্যবহার না করাই শ্রেয়। তাতে ত্বকের আরো বেশি মাত্রায় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তবে তৈলাক্ত ত্বকে ময়দা ব্যবহার করলে হাজারও উপকার মিলবে।

আরো পড়ুন : ডিমের গুণেই ত্বকে ফিরবে লাবণ্য

জেনে নিন, সহজেই ময়দা দিয়ে ত্বকের পরিচর্যা করার নিয়ম—

১. দুধ কিংবা পানির সঙ্গে ময়দা মিশিয়ে তার মধ্যে দিন সামান্য পাতিলেবুর রস ও মধু। এই মিশ্রণ মিনিট ১৫ ত্বকে লাগিয়ে রাখতে হবে। আলতো হাতে ম্যাসাজ করে নিন। তারপর পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিলেই হবে। সপ্তাহে তিনদিন এই ফেসপ্যাক ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ত্বকে উজ্জ্বলতা ফিরে পাবেন আপনি। ত্বক থাকবে মোলায়েম। সেই সঙ্গে দূর হবে ত্বকের কালচে দাগছোপও।

২. টকদই, সামান্য চিনি আর ময়দা মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ফেস স্ক্রাব। এই মিশ্রণ আপনার ত্বক থেকে ডেড স্কিন সেল অর্থাৎ ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করবে। এর ফলে ত্বক দেখতে ঝকঝকে লাগবে। চোখের নীচের কালচে দাগও দূর করতে পারবে এই ফেস স্ক্রাব।

৩. ত্বকের জন্য হলুদ খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। ময়দার সঙ্গে হলুদ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নেয়া যাবে। এই ফেসপ্যাক সপ্তাহে দু থেকে তিনদিন ব্যবহার করা যেতে পারে। ত্বকের যাবতীয় অ্যালার্জি, র‍্যাশ দূর করবে এই ফেসপ্যাক। ব্রণের সমস্যাও কমাবে। ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করবে এই ফেসপ্যাক। গোসলের আগে মিনিট ১০-১৫ এই ফেসপ্যাক লাগিয়ে রাখুন ত্বকে। তারপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন মুখ। গলার অংশে, কাঁধেও এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন।

৪. গ্রিন টি, মধু, কাঁচা ডিম, অ্যালোভেরা জেল- এই চারটি উপকরণ আলাদা আলাদা করে ময়দার সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। এই ফেসপ্যাক সপ্তাহ দু থেকে তিনবার ব্যবহার করলে আপনার ত্বকের অনেক সমস্যাই দূর হবে। ঝকঝকে, মোলায়েম, উজ্জ্বল ত্বক পাবেন আপনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাপানের শীর্ষ ১৬০০ কোম্পানিতে নারী সিইও মাত্র ১৩ জন

জাপানের শীর্ষ ১৬০০ কোম্পানিতে নারী সিইও মাত্র ১৩ জন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App