×

রূপচর্চা

তৈলাক্ত ত্বকেও দীর্ঘস্থায়ী হবে মেকআপ, সহজ কিছু উপায়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৪:৫৩ পিএম

তৈলাক্ত ত্বকেও দীর্ঘস্থায়ী হবে মেকআপ, সহজ কিছু উপায়ে

ছবি: সংগৃহীত

মুখে হাত দিলেই আঙুলে তেল উঠে আসে এমন সমস্যা অনেকেরই। তৈলাক্ত ত্বকে ব্রণ, ফুসকুরির সমস্যা তো থাকার পাশাপাশি মেকআপ করলে কিছুক্ষণের মধ্যেই তা নষ্ট হয়ে যায়। ত্বকের ধরন অনুযায়ী প্রসাধনী বাছাই যেমন জরুরি, তেমনই প্রয়োজন সঠিক রূপটানেরও। ছোটখাটো কয়েকটি ভুলে নষ্ট হয়ে যেতে পারে মেকআপ। আবার শুরুতেই ত্বকে রূপটান ঠিকমতো নাও ধরতে পারে। তৈলাক্ত ত্বকে মেকআপের ক্ষেত্রে কোন কোন ধাপ জরুরি?

ত্বকের পরিচর্যা

ছবি আঁকার জন্য যেমন ক্যানভাস দরকার, তেমনই রূপটানের জন্য শিল্পীর ক্যানভাস হল মুখ। সে কারণে প্রথমেই ত্বকের পরিচর্যা দরকার। প্রতিদিন ক্লিনজিং, এক্সফোলিয়েশন ও ময়শ্চারাইজিং জরুরি। ত্বক সুন্দর হলে, মেকআপও সুন্দর হবে। তেলতেলে ত্বকে ময়শ্চরাইজার লাগে কি? এ প্রশ্ন অনেকেরই। ফলে প্রথমেই বাদ চলে যায় ময়শ্চারাইজার। এটা কিন্তু ভুল। তৈলাক্ত ত্বকেরও আর্দ্রতা প্রয়োজন। তৈলাক্ত ত্বকে জেল যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।

প্রাইমার

রূপটান শুরুর আগে প্রাইমার লাগানো জরুরি। এতে ত্বকের উন্মুক্ত ছিদ্র, খুঁত ঢেকে যায়। ফাউন্ডেশন ব্যবহারের আগে একপ্রস্ত মসৃণ হয়ে ওঠে ত্বক। তবে তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত হতে পারে ম্যাটিফায়িং প্রাইমার।

ফাউন্ডেশন

শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক, ধরন অনুযায়ী সঠিক প্রসাধনী বাছাই জরুরি। মুখের কালচে ভাব, রঙের বৈষম্যজনিত খুঁত ঢাকা পড়ে যায় সঠিক ফাউন্ডেশনে। তৈলাক্ত ত্বকের জন্য পাউডার ফাউন্ডেশন বা ম্যাটিফায়িং ফাউন্ডেশন বেছে নিতে পারেন। বেস মেকআপের জন্য ফাউন্ডেশন স্টিকও কাজে আসে। চোখের নীচে কালি বা ব্রণ থাকলে ফাউন্ডেশনের আগে কনসিলার দিয়ে খুঁতগুলো ঢেকে নেয়া দরকার। ফাউন্ডেশন শুধু লাগালেই হবে না, ভেজা স্পঞ্জ বা মেকআপ ব্লেন্ডারের সাহায্যে মুখের প্রতিটি অংশে সমানভাবে মিশিয়ে নিতে হবে।

ব্লাশ, আইশ্যাডো

তৈলাক্ত ত্বক হলেও পাউডার ব্লাশ বা আইশ্যাডোর বদলে ক্রিম বেসড ব্লাশ বা আইশ্যাডো ত্বকের সঙ্গে দ্রুত মিশে যায়। অনেকে পাউডার যুক্ত মেকআপ ব্যবহার করেন, যা তেল টেনে নেয়। কিন্তু, অনেক সময় সে কারণেই মেকআপ ঠিকমতো বসে না বা কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যায়।

চোখ

চোখের উপর, নীচের অংশে অবশ্যই ভাল করে প্রাইমার ব্যবহার করতে হবে। এরপর কনসিলার ব্যবহার করলে, তা ত্বকের সঙ্গে ভালোভাবে মিশবে। মাস্কারা, আইশ্যাডো সঠিকভাবে ব্যবহার করতে হবে। চোখের নীচে, গালে ও ঠোঁটের নীচে পাউডার তুলির সাহায্যে লাগিয়ে নিলে অতিরিক্ত তেল শুষে নেবে।

আরো পড়ুন: গাল জুড়ে ব্রণ, রূপচর্চা ছাড়াও যা করতে হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App