×

রূপচর্চা

ঠোঁটৈর কালচে দাগ দূর করবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৮:৪৫ এএম

ঠোঁটৈর কালচে দাগ দূর করবেন যেভাবে

ছবি : সংগৃহীত

বিভিন্ন কারণে ঠোঁটে কালচে দাগ হয়ে যায়। অনেকে খুব গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করেন। তবে এই গাঢ় শেডের লিপস্টিক ঠোঁট রাঙাতে গিয়ে ঠোঁটের ক্ষতি হয়ে থাকে অনেক সময়। অনেক সময় দেখা যায়, নামি কোম্পানির লিপস্টিক ও লিপগ্লস ব্যবহার করলেও সবার ত্বকে সব কিছু খাপ খায় না। তাই সে দিকেও নজর রাখা জরুরি। 

ঠোঁটের কালচে দাগের যে শুধু গাঢ় শেডের লিপস্টিক ব্যবহারের কারণে হয়ে থাকে এমন নয়। অনেক সময় আর্দ্রতা হারালেও ঠোঁট বিবর্ণ ও ঠোঁট কালো হয়ে যায়। দীর্ঘ দিনের ধূমপানের অভ‍্যাসে ঠোঁট কালো হয়ে যেতে পারে। আবার কালচে ঠোঁটের নেপথ‍্যে জিনগত কারণও থাকতে পারে। তাই ত্বকের মতো ঠোঁটেরও সমান যত্ন নেয়া জরুরি। ঠোঁটের কালচে ভাব দূর করতে ঘরোয়া কিছু টোটকা ভরসা হতে পারে। চেনা টোটকায় কীভাবে দূর করবেন ঠোঁটের কালো ভাব?

১. সবার বাড়িতেই পাতিলেবু থাকে। দু’টি টুকরো নিজের জন্য আলাদা করে কেটে রেখে দিন। সকাল ও সন্ধ্যায় দু’বার সেই লেবু ভালোভাবে ঠোঁটে ঘষুন।

২. ঠোঁটৈর কালচে দাগ দূর কাজে আসে মধুও। এক চা চামচ মধুতে খানিকটা চিনি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ভালোভাবে ঠোঁটে লাগান। ঘণ্টা খানেক রেখে ঠোঁট ধুয়ে ফেলুন।

৩. ত্বকের যত্নে হলুদের মতো কাজের জিনিস কমই হয়। এক চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণটি ভালোভাবে ঠোঁটে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

৪. রাতে ঘুমনোর আগে ঠোঁটে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে নেয়া যায়। সারারাত তা সেভাবেই রেখে দিতে হবে।

৫. ঠোঁটের কালচে দাগ দূর করতে চিনিকে স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন। 

৬. দুধের সর ব্যবহার করতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন।

আরো পড়ুন : ত্বকের যত্নে দুধ-জাফরান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App