×

সাহিত্য

মনে পড়ে যায়

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম

মনে পড়ে যায়

লিখেছেন রহমান মৃধা

আলোর ঝর্ণা মেঘের ছায়ায়,

অবাক পথে আমার মন,

ভেসে যায় স্মৃতির বনে,

প্রেমের সুরে গান বাজে আজ

হৃদয়ের সীমানায়।

স্মৃতিটুকু আছে জেগে বেদনা দিতে

আশার বকুল সেথা পথে ঝরিতে

নীরব ব্যথা রেখে ধূলির কণায়

হারানো ভালোবাসা মনে পড়ে যায়।

স্মৃতির জানালায় হারানো স্পর্শ,

হারিয়ে যায় স্বপ্নের গল্পে,

চিরদিনের দুরন্ত কথা,

মনে পড়ে হারানো সময়ের ভালোবাসা,

প্রতিটি মুহূর্ত যেন এক স্বপ্নের আশা।

হাতখানি রেখে মোর হাতের পরে

বলেছিলে ভুলিবে না শপথ করে

সেই কথা আজো শুধু স্বপ্ন হয়ে

আমারে শোনায় শুধু রয়ে রয়ে

যে কথা স্মরণে এসে দোলা দিয়ে যায়

তারে ভুলে কী করে থাকি বল, হায়

হারানো ভালোবাসা মনে পড়ে যায়।

হৃদয়ে বাতাসে ভাসা,

অতীতের সব কথা,

বয়ে চলে যায় অচেনা পথে,

হারিয়ে যাওয়া বন্ধুর সাথে,

স্বপ্নে ভাসা অস্থির ভাবনা,

চিত্রিত হয় আলোকের সাথে মনে স্বপ্নের রং।

অজানা পথে ভাসে অস্তিত্বের ছলনা।

হারানো প্রেমের কথা মনে পড়ে,

মনে পড়ে ভুলে যাওয়া সময়ের কথা।

চিরকালের পথ হারিয়ে

মনে পড়ে অবাক প্রান্তে হারিয়ে যাওয়া সময়ের রাত্রি।

মনে পড়ে যায় প্রেমের ভাসা অদৃশ্য বাতাসে,

আলোর সম্মুখে ভেসে ওঠে স্বপ্নের ছায়া।

মনে পড়ে যায়,

পাই না ভেবে মনে

কী যে করি, হায়!

হারানো ভালোবাসা মনে পড়ে যায়।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App