×

সাহিত্য

এ বাড়ি ছাড়তেই হবে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০৬:২৮ পিএম

এ বাড়ি ছাড়তেই হবে!

এ বাড়ি ছাড়তেই হবে!

জীবন মানে ভালোবাসা, 

জীবন মানে যন্ত্রণা।

বসতবাড়ি যাই গড়ি, 

আজীবন তা থাকবে না।

পরিবর্তন করি তাই 

পরিবর্তন হতেই হবে।

মৃত্যু যখন ডাক দিবে 

মৃত্যুবরণ করতে হবে।

মজা হবে নাকি সাজা হবে? 

সেটা তো কেউ জানি না।


মৃত্যুর পর কী হবে 

ধর্মে তো তা লেখা আছে।

উত্তর যদি সত্যই হয়, 

কেন সেটা হয় না মানা?

ঘর থেকে বের হতেই হবে 

সবকিছু ছাড়তে হবে। 

সুখ যখন সরে যাবে,

দুঃখের সাথে বসত করতে হবে।

সময় আসবে, সময় যাবে, 

কী হবে, কী না হবে,

কিছুই আমি জানি না!


জানি শুধু যেতে হবে 

কবে, কখন, তা নেই জানা।

আমি দুর্বল হয়ে যাব, 

কখন সেটা জানিনা!

আমার হৃদয়ের সাথে 

ইমানের দেখা হওয়া দরকার।

এখনো সময় আছে, 

নিয়তির সাথে দেখা করার।

এখনো সময় বাকি আছে, 

পৃথিবী ছেড়ে চলে যাবার।

এখন যদি এই সময়টির সৎ ব্যবহার না করি, 

তবে দোজখের আগুনে জ্বলতে হবে।


সেই ভয়ে হলেও পরিবর্তন হতে হবে।

নইলে আমার অবস্থা এমন হবে যে,

ধন বা শক্তি দ্বারা আমার কোনো কাজ হবে না।

আমার উচ্চ মহল আমাকে ছেড়ে দিবে,

আমাকে পৃথিবী ছেড়ে 

বাইরের জগতে আসতে হবে।


জীবন একটি ভাঁড়ার বাড়ি,

একদিন না একদিন এ বাড়ি ছাড়তে হবে।

সবাইকে প্রেমের মাধ্যমে 

আপন করে নিতে হবে।

আমার জন্য দু'আ করো 

আমার মনে ঘৃণার আগুন যেন না লাগে।

তাহলে শুধু শুধু নিজেই জ্বলে পুড়ে মরবো।


সুখে, দুঃখে মরা মানুষের অবস্থা দেখে,

মনে হয় তাদের মতো আমাকেও মরতে হবে।

যেখানে সবার জন্য থাকবে সমান বিছানা।

তবে মৃত্যুর পর সে বিছানা কেমন হবে?

তা কেউ জানে না, 

তবে ধর্মগ্রন্থে লেখা আছে।

কিন্তু সবাই তা মানে না।

কারণ কি জানি না!

তবে এ বাড়ি যে ছাড়তেই হবে

দ্বিমত কেউ করে না।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন থেকে, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App