×

সাহিত্য

প্রবাসের কবিতা: কতদিন পরে এলে

রহমান মৃধা, সুইডেন থেকে

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩২ পিএম

প্রবাসের কবিতা: কতদিন পরে এলে

প্রবাসের কবিতা: কতদিন পরে এলে

শীতের দেশে যখন নিভে গেছে বাতি,

কেটেছে কত দিন সাথী ছাড়া রাতি।

মনে হতো একা আমি কেন এই ভুবনে,

জ্বলেনি বহুদিন উৎসবের বাতি জীবনে।

ভূমধ্যসাগরে যেতাম আমি ছুটিতে,

থাকিতাম শুয়ে সাগরের বালিতে।

কুড়িয়েছি ঝিনুক মালা গাঁথিব বলে,

ভাবিতাম মালাখানি দেব কারো গলে।

স্বপ্নে ভেসে উঠে অতীতের দিনগুলো

হঠাৎ সে সামনে এসে মোরে বলেছিল,

চলোনা আমার সাথে সাঁতরাবে সৈকতে,

হাতটি ধরে নিলো টেনে

মনের আনন্দে।

সেদিন আকাশে এসেছিল মেঘ,

পড়িল বৃষ্টি মোরা ভিজিলাম বেশ।

এরপর শুরু হলো গোসলের পালা,

সাগরের পানিতে হাবুডুবু খেলা।

গোসল শেষে সে বলেছিল মোরে,

চলোনা হাঁটি মোরা হাতে হাত ধরে।

এসেছি ছুটিতে করিতে আনন্দ,

দুজনে আড্ডা দিব হবে না মন্দ।

জিজ্ঞেস করিল মোরে যেতে যেতে পথে

কী তোমার নাম হে তাতো জানা হলো না?

থাকোই বা কই তুমি দয়া করে বলোনা!

আমি আছি হোটেলে চেয়ে দেখো ওই।

মুচকি হাসি দিয়ে মুখের উপরে

ফেলে গেল হৃদয়ের স্মৃতির এক চিহ্ন,

অপেক্ষা করিব আমি আজ তোমার জন্য।

সন্ধ্যায় এসেছিলাম দেখা করিতে

সান্তা বারবারা পাহাড়ের উপরে।

ছিল তার মুখে হাসি তবু আঁখি ভরা জল

চাঁদের আলোয় দেখি মুখটি বিরল।

সোনালি চুল আর নীল রঙয়ের চোখে

চেয়ে ছিল সারাক্ষণ সে আমার দিকে।

যাবার বেলায় সে কেঁদেছিল বেশ

দেখা আর হবে না এ দেখাই শেষ।

দেখে ছিলাম তারে আমি

ভূমধ্যসাগরের সমুদ্র সৈকতে।

সমুদ্রের ঢেও আর চাঁদের কিরণ

দেখে তারে লেগেছিল সত্যিই দারুণ।

আবারও দেখা হলো বহু বছর পরে

চলিতে পথে সে পড়িল চকিতে।

পারিনি সেদিন তাকে দুটি কথা বলিতে।

মনে মনে ভেবেছি যদি আবার দেখা হয়

কহিব তারে আমি হে পরান প্রিয়া

দেখো না চাহিয়া মোরে দেখো মোর হিয়া

যেমন করে তুমি থাকিতে চাহিয়া

আমি সেই ছেলেটি গেছো কি ভুলিয়া?

কতদিন পরে আজ দেখিলাম তোমারে

চলোনা বসি মোরা সাগরের কিনারে?

নব যৌবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

চোখ চোখ রেখে তোমাকে দেখেছি

মনে মনে তোমাকে কত বার ভেবেছি!

কী করে সৌন্দর্য্যের ভার বহন করিব আমি?

ফেলে গেলে ভালোবাসা হৃদয়ের আঙ্গিনায়

থেকেছি তোমার জন্য অনন্ত অপেক্ষায়।

পারিনি ফেরাতে তোমার ভালোবাসার বাইনা

তুমি মোর হৃদয়ের খোলা মনের আয়না

লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App