×

সাহিত্য

ভালোবাসা মানে আর কিছুই না

Icon

কবি মুশাররাত জেবীন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম

ভালোবাসা মানে আর কিছুই না

ভালোবাসা মানে আর কিছুই না

শুধু দেখি আর দেখতেই থাকি

ওমা, তুমিই সেদিনের সেই শিশুটি নাকি

যে মেঘের মতো নীরব থেকে

ঝড়ের মতো চীৎকারে ডেকে

বৃষ্টির মতো আবেগে কেঁদেও

ফেরাতে পারেনি আমায়


আমি চলে গেছি

জীবিকার প্রয়োজনে, 

ভাবিনি তুমিই আমার জীবন

আমি চলে গেছি সময়ের প্রয়োজনে

ভাবিনি, তুমিই আমার শ্রেষ্ঠ সময়


হারানো সময় আজ আমাদের অভিসম্পাত করে

ছোট ছোট সেই আদরের ক্ষণ রাখিনি কেন  ধরে

কেমন করে হঠাৎ একদিন বসে পড়লি

হাঁটি হাঁটি পা, প্রথম কবে আঙুলে ভর রেখেছিলো

কেমন করে হঠাৎ একদিন দাঁড়িয়ে গেলি

কেমন করে আধো আধো বোলে ডেকে উঠলি মা

মুহুর্তটা দেখিনি আমি 

ভালো লাগায় কাঁদিনি আমি

মায়ার পৃথিবী  ডাকার অধিকার আমার যেন না 


বুকের  মধ্যে   ব্যথার পাহাড়, অপ্রাপ্তিও জমা

আকাশ সমান অতৃপ্তি পারলে করো ক্ষমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App