×

সাহিত্য

কবিতা

পুতুল খেলার ছল

বিপ্লব মন্ডল

বিপ্লব মন্ডল

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম

পুতুল খেলার ছল

তোর শৈশবের হাসি-কান্না

যত পুতুল খেলার ছল,

সেই খেলাতে ভিড় করে মোর 

অতীত স্মৃতির দল।

তোর খেলাধুলা ফুরায় যখন

রাত্রি নামে, আলোয় ভরা দিনে

ঘুমাস যখন দিনের আলোয়

আমার মনে আঁধার অমনি নামে।

তোর চঞ্চলতা কাঁদায়-হাসায়

শূন্য হতে পূর্ণ করে আমায়,

বড়ো হবি, যাবি অনেক দূরে

সেই ভাবনায় মনে আঁধার নামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App