×

সাহিত্য

চিত্রশিল্পী মুর্তজা বশীর গুরুতর অসুস্থ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০৬:৫১ পিএম

চিত্রশিল্পী মুর্তজা বশীর গুরুতর অসুস্থ

চিত্রশিল্পী মুর্তজা বশীর

বরেণ্যে চিত্রশিল্পী ও লেখক মুর্তজা বশীর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে শিল্পীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন মুর্তজা বশীরের মেয়ে মুনীরা বশীর। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মুনীরা বশীর বলেন, দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। ৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পীকে এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীর। পেইন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। এছাড়া লিখেছেন বই এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও। ১৯৭৯ সালে প্রকাশিত হয় তার প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস ‘আলট্রিমেরিন’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App