×

সাহিত্য

শহীদ মিনারে গোলাম মোহাম্মদ ইদুকে অশ্রুসজল বিদায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

শহীদ মিনারে গোলাম মোহাম্মদ ইদুকে অশ্রুসজল বিদায়
শহীদ মিনারে গোলাম মোহাম্মদ ইদুকে অশ্রুসজল বিদায়

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, শিল্পী-সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদুকে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অশ্রুসজল বিদায় জানান সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ। ছবি: ভোরের কাগজ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক সভাপতি, শিল্পী-সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদুকে কেন্দ্রীয় শহীদ মিনারে অশ্রুসজল বিদায় জানিয়েছে সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছে।

উদীচী কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে গোলাম মোহাম্মদ ইদুর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সেখানে শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, ফেনী জেলা সংসদ, মানিকগঞ্জ জেলা সংসদ, কুমিল্লা জেলা সংসদ এবং ঢাকায় অবস্থিত মিরপুর, বাড্ডা, মোহাম্মদপুর, গেণ্ডারিয়া, কাফরুল, শান্তিনগর, লালবাগসহ বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা। এ সময় গোলাম মোহাম্মদ ইদুর স্মৃতিচারণ করেন উদীচীর প্রতিষ্ঠাকালীন সময়ের সংগঠকরা।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ঋষিজ শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ট্যানারি শ্রমিক ট্রেড ইউনিয়ন, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতন্ত্রী পার্টি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, খেতমজুর সমিতি, প্রগতি লেখক সংঘ, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট বোর্ড, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষা সংস্কৃতি আন্দোলন, কারক নাট্য সম্প্রদায়, সমাজ চিন্তা ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, শারীরিকভাবে না থাকলেও মানসিক শক্তি হয়ে উদীচীর সব লড়াই-সংগ্রামে থাকবেন গোলাম মোহাম্মদ ইদু। তার আদর্শ ও চেতনাকে ধারণ করেই উদীচী পথ চলবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, গোলাম মোহাম্মদ ইদু ছিলেন আজীবন বিপ্লবী মানুষ। তার মতো আজীবন বিপ্লবীকে হারানো দেশের সংস্কৃতি জগতের জন্য বড় ক্ষতি।

উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, নিভৃতচারী সাংস্কৃতিক সংগঠক গোলাম মোহাম্মদ ইদু ছিলেন উদীচীর সকল স্তরের শিল্পী-কর্মীদের প্রকৃত অভিভাবক। অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ বিনির্মাণের যে আদর্শকে ধারণ করে তিনি আজীবন লড়াই করে গেছেন, সেই আদর্শ প্রতিষ্ঠায় উদীচী অবিচল থাকবে।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ারও প্রায় এক দশক আগে থেকে শিল্পী-সংগ্রামী-কৃষক নেতা সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু। পরবর্তীতে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর উদীচী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। শেষ বয়সে শারীরিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও উদীচীর ছোট-বড় যেকোনো কর্মসূচিতে ছুটে আসতেন গোলাম মোহাম্মদ ইদু। উদীচীর সব বয়সী শিল্পী-কর্মীর জন্যই তিনি প্রকৃত অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৩৭ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম নেয়া গোলাম মোহাম্মদ ইদু দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিল রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

গত ১৭ ডিসেম্বর রাতে তাকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। দু-তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর অবস্থার উন্নতি হওয়ায় ২১ ডিসেম্বর বিকেলে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে শুক্রবার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন না ফেরার দেশে। লালবাগে পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আজিমপুরে সমাহিত করা হয় আজীবন সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদুকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App