×

সাহিত্য

শিল্পকলায় সৃজামি’র গণসংগীত উৎসব শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

শিল্পকলায় সৃজামি’র গণসংগীত উৎসব শুক্রবার

শিল্পকলায় সৃজামি’র গণসংগীত উৎসব শুক্রবার

চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠন সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে দুইদিনের গণসংগীত উৎসব আজ। আগামিকাল শুক্রবার বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে উৎসবটির উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। অতিথি থাকবেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য দেবেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক, গণসংগীতশিল্পী ও মঞ্চাভিনেতা সুজিত চক্রবর্ত্তী। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন শিল্পী সুজিত চক্রবর্ত্তী, পূজা চক্রবর্ত্তী, ময়ুরী দাশগুপ্তা, সাবিরা শাহীনুর পল্লবী, তৌহিদ শিমুল, রশ্মি দেব, রিয়া চৌধুরী। উৎসবে সুজিত চক্রবর্ত্তীর নির্দেশনায় ‘দ্রোহ, সাম্য ও নবজীবনের গান’ শীর্ষক গণসংগীত পরিবেশন করবেন সৃজামি’র শিল্পীরা। উৎসবে আমন্ত্রিত গণসংগীত দল মুন্সীগঞ্জের অন্বেষণ বিক্রমপুর পরিবেশন করবে গণমানুষের গান ও লোকগান। উৎসবের ২য় দিন কাল শনিবার বিকেল ৫টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথী আতাউর রহমান, গীতিকার ও গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম এবং অভিনেতা, নাট্যনির্দেশক অভিজিৎ সেনগুপ্ত। অনুষ্ঠানে সৃজামি সম্মাননা গ্রহণ করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ পর্বে সুজিত চক্রবর্ত্তী’র সুরারোপ ও সংগীত পরিচালনায় ‘কবিতার গান’ পরিবেশন করবেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা। শেষ পর্বে উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা পরিবেশন করবে গীতি, কাব্য, নাট্যালেখ্য ‘ধর ধর চোর চোর’। অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসবকে সফল করার জন্য সৃজামির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App