×

সাহিত্য

কুদরাত-এ-খুদা বিজ্ঞানচেতনার জন্য লড়াই করে গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৪০ পিএম

কুদরাত-এ-খুদা বিজ্ঞানচেতনার জন্য লড়াই করে গেছেন

বরেণ্য বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা স্মরণেআয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা। ছবি: ভোরের কাগজ

কুদরাত-এ-খুদা আজীবন বিজ্ঞান ও বিজ্ঞানচেতনার জন্য লড়াই করে গেছেন, তেমনি বাংলাদেশের শিক্ষা আন্দোলনেও এক অপরিহার্য নাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুহম্মদ কুদরাত-এ-খুদার নেতৃত্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন। তার বিজ্ঞানদর্শন অনুযায়ী সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিজ্ঞানচেতনা সঞ্চারিত করতে পারলে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হতে সক্ষম হবো আমরা। বৃহস্পতিবার দুপুরে বরেণ্য বিজ্ঞানী ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা স্মরণে বাংলা একাডেমি আয়োজিত একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে একক বক্তৃতা দেন বিশিষ্ট লেখক ও বিজ্ঞান চিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন। ধন্যবাদ জানান একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ হাসান কবীর। শুরুতে বাংলা একাডেমির প্রয়াত সভাপতি ও মহাপরিচালক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একক বক্তা আব্দুল কাইয়ুম বলেন, কুদরাত-এ-খুদা আজীবন বিজ্ঞান ও বিজ্ঞানচেতনার জন্য লড়াই করে গেছেন। তিনি বিজ্ঞানকে তত্ত্বীয় বিষয়ের পাশাপাশি প্রয়োগকলা হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলেন, একটি অনগ্রসর সময় ও সমাজে জন্মগ্রহণ করে বিজ্ঞানকে সহায় করে বৃহৎ জনগোষ্ঠীর উন্নত-সমৃদ্ধ জীবন নিশ্চিতের স্বপ্ন দেখেছেন তিনি। একই সঙ্গে কুদরাত-এ-খুদা বিজ্ঞানভিত্তিক যুগোপযোগী শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছেন যা তার প্রণীত শিক্ষানীতিতে ব্যক্ত হয়েছে। মুহম্মদ নূরুল হুদা বলেন, কুদরাত-এ-খুদা বাংলাদেশের শিক্ষা আন্দোলনেও এক অপরিহার্য নাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড. মুহম্মদ কুদরাত-এ-খুদার নেতৃত্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশনের প্রস্তাবনা ছিল উদার-অসাম্প্রদায়িক-বিজ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে শিক্ষার গুণগত পরিবর্তন। মোঃ আসাদুজ্জামান বলেন, কুদরাত-এ-খুদার বিজ্ঞানদর্শন অনুযায়ী সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে বিজ্ঞানচেতনা সঞ্চারিত করতে সক্ষম হলে আমরা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হতে সক্ষম হবো। মো. হাসান কবীর বলেন, বিজ্ঞানী কুদরাত-এ-খুদা মনে করতেন বিজ্ঞান শুধু প্রযুক্তিগত প্রায়োগিকতা নয় বরং বিজ্ঞান হতে পারে দেশের প্রতিটি নাগরিকের জীবনকে উন্নত করার সোপান। সরকার আমিন বলেন, বিজ্ঞানী কুদরাত-এ-খুদা বাংলাদেশে বিজ্ঞান-আন্দোলনের মহীরুহের নাম। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে বিজ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App