×

সাহিত্য

একই সন্ধ্যায় ‘উত্তরণ’ এর দুই মঞ্চায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:২৬ পিএম

একই সন্ধ্যায় ‘উত্তরণ’ এর দুই মঞ্চায়ন

একই সন্ধ্যায় ‘উত্তরণ’ এর দুই মঞ্চায়ন

একই সন্ধ্যায় ‘উত্তরণ’ এর দুই মঞ্চায়ন

একই সন্ধ্যায় ‘উত্তরণ’ এর দুই মঞ্চায়ন। ছবি: ভোরের কাগজ

বিবেকানন্দ থিয়েটারের নতুন প্রযোজনা ‘উত্তরণ’ মঞ্চায়ন হলো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে একই সন্ধ্যায় নাটকটির দুটি মঞ্চায়ণ অনুষ্ঠিত হয়। ‘পাপী মানুষকে পাপী বলাই সব থেকে বড় পাপ কারণ অসাধুর মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে’ বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ উচ্চারিত কথার আলোকে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন অভিনেতা শুভাশীষ দত্ত তন্ময়। উত্তরণের মতো একদল পথভ্রষ্ট মানুষদের চলার পথের সংকটময় পথযাত্রা, চলতি পথে ঘৃণা-প্রেমের মধ্য দিয়ে অর্জিত অভিজ্ঞতা, সৎ-মহৎ মানুষের দিকনির্দেশনার মধ্য দিয়ে উত্তরণদের মনোজাগতিক এবং বাহ্যিক জগতের পরিবর্তন নিয়ে নাটকটি। [caption id="attachment_478221" align="aligncenter" width="720"] একই সন্ধ্যায় ‘উত্তরণ’ এর দুই মঞ্চায়ন। ছবি: ভোরের কাগজ[/caption] নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শুভাশিষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, তারকনাথ দাস, অমিত সাহা, এ আর কিবরিয়া, আশরাফুল আরিয়ান, প্লাবন আহমদ, রতন মোহন বিশ্বাস, ফাহতিন মাহতাব হক সহ আরো অনেকে। নাটকটি নির্মাণের বিভিন্ন পর্বে মঞ্চ ফজ্জলে রাব্বি সুকর্ণ, আলো পলাশ হেন্ড্রী সেন, আবহে হামিদুর রহমান পাপ্পু, কোরিওগ্রাফী কামরুল হাসান ফেরদৌস, পোশাক-রুপসজ্জ্বা ও নিদের্শনায় শুভাশীষ দত্ত তন্ময়। একই দিনে দুটি মঞ্চায়ন প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, নানা কারণে মানুষের বিশুদ্ধ বিনোদনের একটু অভাব দৃশ্যমান। নাটক উত্তরণ মানুষকে বিনোদিত করে, মিলন মেলার আবহ দেয় এবং চেতনার উৎকষর্তায় সহযাত্রীর ভূমিকা পালন করে। হয়তো সে কারণে একই দিনে উত্তরণ নাটকের দুটি শো’। নির্দেশক এবং উত্তরণ নাম ভূমিকায় রূপদানকরী শুভাশীষ দত্ত তন্ময় বলেন, গতকাল গ্রুপ থিয়েটার দিবসে গ্রুপ থিয়েটার সম্মাননা ২০২৩ পদক পেলেন মঞ্চসারথি আতাউর রহমান। তার অন্যতম পছন্দের নাটক উত্তরণ এবং তা বহুল মঞ্চায়নের দিক নির্দেশনা তার কাছ থেকে আমরা পাই উদ্বোধনী মঞ্চায়নের পরপরই। ফলে আতাউর রহমানের পদক লাভকে কেন্দ্র করে উৎসব মুখর আবহে আমাদের বিশেষ দুটি মঞ্চায়ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App