×

সাহিত্য

রনবী’র ৮০ উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ১০:১৪ পিএম

রনবী’র ৮০ উদযাপন

শিল্পী রনবী’র প্রচ্ছদ শিল্পকর্ম দেখছেন অতিথিরা। ছবি: ভোরের কাগজ

সর্বসাধারণের কাছে তিনি বিপুল সমাদৃত ‘রনবী’ নামেই। শিল্পকর্মের বিভিন্ন শাখায় তিনি মৌলিক অবদান রেখে যেমন আমাদের চিত্রকলাকে ঐশ্বর্যমণ্ডিত করেছেন, তেমনি তার অনবদ্য রসবোধে জারিত বিভিন্ন রচনাও সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিল্পী রফিকুন নবীর এই বহুধাপল্লবিত কর্মময়তা তার বহুবর্ণিল চিত্রকলার মতোই তার জীবনকেও করে তুলেছে বর্ণাঢ্য। দেশের সাংস্কৃতিক অঙ্গনেই তিনি জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন। জীবনের যাত্রাপথে তিনি ৮০ বছর অতিক্রম করলেন। এখনো তিনি তার শিল্পসৃজন, লেখালেখি ও সমাজ সমকাল নিয়ে নানাবিধ কর্মময়তার ভেতর দিয়ে সমাজ ও স্বদেশকে আলোকিত করে চলেছেন। এমন এক অনন্য গুণী মানুষের জন্মদিন যেকোনো দেশেই উৎসবের উপলক্ষ হয়ে ওঠার জন্য আদর্শ। তাই উৎসব করেই তার ৮০তম জন্মবর্ষপূর্তি উদ্যাপনের উদ্যোগ নিয়েছে ‘শিল্পী রফিকুন নবীর ৮০তম জন্মজয়ন্তী উদ্যাপন কমিটি’। অবশ্য এর সূচনা হয়েছিল গত ৬ নভেম্বর থেকে একযোগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে ও ধানমন্ডি ৪ নম্বর সড়কের গ্যালারি চিত্রকে শিল্পীর ছয় দশকের চিত্রকলার আনুপূর্বিক ‘রেট্রসপেকটিভ প্রদর্শনী’ আয়োজনের মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বকুল তলায় ভালোবাসা আর শ্রদ্ধার ফুলে এই দেশবরেণ্যের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন হলো। অনুষদের জয়নুল গ্যালারিতে এ উপলক্ষে শিল্পীর আঁকা কার্টুন, প্রচ্ছদ ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে চারুকলা অনুষদের বকুলতলায় শিল্পীকে শুভেচ্ছা জ্ঞাপন, আলোচনা সভা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীকে শুভেচ্ছা জানান সমাজের বিশিষ্ট জনেরা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান, ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, শিল্পী মুস্তাফা মনোয়ার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, নাট্যজন রামেন্দু মজুমদার প্রমুখ। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জন্মবার্ষিকীতে অধ্যাপক রফিকুন নবীর সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বলেন, সৃষ্টিশীল এই গুণী ব্যক্তিত্ব অনবদ্য শিল্পকর্মের মাধ্যমে সময় ও কালকে অতিক্রম করে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের অসঙ্গতি, অনাচার, ভালো- মন্দ প্রতিফলিত হয়েছে তার শিল্পকর্মের মাধ্যমে। অধ্যাপক রফিকুন নবী শুধু এই বিশ্ববিদ্যালয়ের নয় বরং সমগ্র দেশের সম্পদ। অনুষ্ঠানে ছায়ানট, উদীচী, আরণ্যক, কারক, পঞ্চভাস্কর, শান্ত-মারিয়াম ইনিভার্সিটি ও জলের গানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীরা কবিতা আবৃত্তি, নাটক, নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App