×

সাহিত্য

মুনীর চৌধুরী হাজার বছর বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

মুনীর চৌধুরী হাজার বছর বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে

আলোচনা সভায় বক্তারা। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্য কীর্তিমান মুনীর চৌধুরী নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। তিনি হাজার বছর বেঁচে থাকবেন বাঙালির হৃদয়ে। সোমবার (২৭ নভেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘অধ্যাপক মুনীর চৌধুরীর দায়বোধ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। বক্তারা বলেন, অধ্যাপক মুনীর চৌধুরী ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যসমালোচক, ভাষা বিজ্ঞানী এবং শহিদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর বাঙালি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম শিকার তিনি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ অবধি প্রায় প্রতিটি আন্দোলন সংগ্রামে নিজেকে যুক্ত রেখেছেন তিনি। মাত্র ছেচল্লিশ বছর বয়সে দেশদ্রোহী ঘাতকের হাতে নিহত হন তিনি। দেশের জন্য উৎসর্গীত এই কীর্তিমানকে বাঙালি হাজার বছর মনে রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App