×

সাহিত্য

এশিয়া প্যাসিফিক ক্রাফট মাস্টার অ্যাওয়ার্ড পেলেন তিন কারুশিল্পী 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম

এশিয়া প্যাসিফিক ক্রাফট মাস্টার অ্যাওয়ার্ড পেলেন তিন কারুশিল্পী 

পুরস্কারপ্রাপ্ত তিন শিল্পী। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের তিনজন বিশিষ্ট কারুশিল্পী সম্প্রতি চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এশিয়া প্যাসিফিক রিজিওন ক্রাফট মাস্টার প্রোগ্রাম- ক্রাফট মাস্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ক্রাফট মাস্টার পুরস্কারপ্রাপ্তরা হলেন -সিলেটের গীতেশ চন্দ্র দাস (শীতল পাটি বুনন), ঝিনাইদহের গোপেন্দ্র নাথ চক্রবর্তী (শোলাশিল্প) এবং যশোরের মমতাজ বেগম (এম্ব্রয়ডারি/ নকশীকাঁথা)। সোমবার (২৭ নভেম্বর) বেঙ্গল ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়ন আয়োজিত ৪র্থ এশিয়া প্যাসিফিক রিজিয়নক্রাফট মাস্টার প্রোগ্রাম সম্প্রতি চীনের আর্টস অ্যান্ড ক্রাফটস অ্যাসোসিয়েশনের সহায়তায় ডনইয়েং শহরে সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্প-অনুরাগী, বিশেষজ্ঞ এবং শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। দক্ষিণ এশিয়া উপ-অঞ্চলে ৭টি পুরস্কারের মধ্যে বাংলাদেশ থেকে বেঙ্গল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রেরিত তিনটি মনোনয়নই পুরস্কার লাভ করে। ৩০ বছরের অধিক অভিজ্ঞতাসম্পন্ন কারুশিল্পী যারা স্বীয় কারুশিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যারা টেকসই প্রযুক্তি অবলম্বন করেন, যাদের কাজ দেশের বাইরে প্রদর্শিত ও সমাদৃত হয়েছে, যারা অন্যদের প্রশিক্ষণ দান করেন- আন্তর্জাতিক অঙ্গনে তাদের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যেই এই অ্যাওয়ার্ড ২০০৮ সালে প্রবর্তিত হয়। এ-বছর নভেম্বরে ১১-সদস্যের আন্তর্জাতিক বিচারকমণ্ডলী এশিয়া-প্যাসিফিকের ৬টি উপ-অঞ্চল থেকে প্রাক-নির্বাচিত কারুপণ্যের চূড়ান্ত বিচার সম্পন্ন করে ৬০ জন কারুশিল্পীকে এ পুরস্কারে ভূষিত করেন। ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়ন প্রবর্তিত ক্রাফট মাস্টার অ্যাওয়ার্ড প্রোগ্রামটি বিশ্বব্যাপী কারুশিল্পের সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App