×

সাহিত্য

চারুকলায় নৃত্য গীতে নবান্ন উৎসব উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম

চারুকলায় নৃত্য গীতে নবান্ন উৎসব উদযাপন

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ ‘এসো মিলি সবে প্রাণের উৎসবে’র উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: ভোরের কাগজ

চারুকলায় নৃত্য গীতে নবান্ন উৎসব উদযাপন

ছবি: ভোরের কাগজ

অগ্রহায়ণের মেঘলা বিকেলে গুণীশিল্পীদের সুরের মূর্ছনায়, নৃত্যের ছন্দে আর কথা-কবিতায় রাজধানীবাসী মাতল নবান্ন উৎসবের আমেজে। শিল্পীরা নাচে গানে ফুটিয়ে তুলেন আবহমান বাংলার অপরূপ ঋতুবৈচিত্র্য। যেখানে লোকজ সংস্কৃতির ধারা অব্যাহত রাখার শপথও ধ্বনিত হলো সম্মিলিত কণ্ঠে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ ‘এসো মিলি সবে প্রাণের উৎসবে’ শিরোনামে ২৫তম জাতীয় ‘নবান্ন উৎসব ১৪৩০’ এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনের এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সভাপতি সংস্কৃতিজন লায়লা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি কাজী মদিনা, হাসিনা মমতাজ ও মানজার চৌধুরী সুইট এবং সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সহ-সভাপতি সঙ্গীতা ইমাম। [caption id="attachment_476080" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] অনুষ্ঠানের প্রধান অতিথি কে এম খালিদ বলেন, একসময় ‘নবান্ন’ ছিল গ্রামবাংলার অন্যতম প্রধান উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটার পর বাংলার কৃষকগণ নবান্ন উৎসবে মেতে উঠতেন। ঘরে ঘরে পিঠা-পুলি তৈরির ধুম পড়ে যেত। যদিও নগরায়ণের যান্ত্রিকতায় এ ধারায় কিছুটা ভাটা পড়েছে। তবে কালের পরিক্রমায় নবান্ন উৎসব গ্রাম থেকে শহরে প্রবেশ করেছে। তিনি বলেন, সারাদেশে একইসঙ্গে নবান্ন উৎসব আয়োজন করা হবে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেবে। নবান্ন উৎসবকে জাতীয় উৎসবে রূপান্তর করা হবে। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, পঞ্চায়েত, সুর সাগর ললিতকলা একাডেমি, সুরনন্দন, নৃত্যতরী, ঢাকা বিশ্ববিদ্যালয়। একক সঙ্গীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, মাহমুদুল হাসান, অনিমা মুক্তি গোমেজ, আবিদা রহমান সেতু, নবনীতা যায়িদ চৌধুরী, প্রিয়াঙ্কা গোপ, ডাঃ মকবুল হোসেন, রত্না সরকার, শ্রাবনী গুহ রায়, ফেরদৌসী কাকলি, এস এম মেসবাহ, বিজন চন্দ্র মিস্ত্রি, মারুফ হোসেন, আরিফ রহমান, প্রলয় সাহা। দলীয় নৃত্য পরিবেশন করেন লায়লা হাসান, দীপা খন্দকার, নিলুফার ওয়াহিদ পাপড়ি, সেলিনা হক, ডলি ইকবাল, সাদিয়া ইসলাম মৌ, তান্না প্রমুখ। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, ভাবনা, কথক নৃত্য সম্প্রদায়, নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্যম, রেওয়াজ পারফর্মিং আর্ট, কালার্স অফ হিল, সৃষ্টিশীল একাডেমি, নৃত্য বৃত্তি। আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম, ডঃ শাহাদাত হোসেন নিপু, নায়লা তারান্নুম কাকলি, ফয়জুল আলম পাপ্পু, নিমাই মন্ডল, সিদ্দিকুর রহমান পারভেজ, সীমান্ত সজল, মাহমুদ আখতার। এ ছাড়া শিশু সংগঠন তারার মেলা ও নন্দনকুড়ি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিবেশনাও পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। এ ছাড়া উৎসবে আগত সকলের জন্য ছিল গ্রাম বাংলার ঐতিহ্য খৈ, মুড়কি, মোয়া, মুরালি, বাতাসারও আয়োজন। দলীয় সঙ্গীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, অনিমা রায়, মহিউজ্জামান ময়না, সঞ্জয় কবিরাজ, ডা. মাহজাবিন শাওলী, সুরাইয়া পারভীন, মিরা মন্ডল, মায়েশা পারভীন উর্বী, তামান্না নিগার তুলি, আতাউর রহমান, সমর বড়ুয়া, মেহেদী ফরিদ, আসিফ ইকবাল সৌরভ, সানজিদা মনজুরুল হ্যাপি, সান্তা সরকার, বিমান চন্দ্র বিশ্বাস। দলীয় সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সুর বিহার, পঞ্চায়েত, বহ্নিশিখা, ফোক বাংলা। দলীয় নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস (বাফা), ধৃতি নর্তনালয়, ত্রিধারা, নুপুরের ছন্দ, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, উদ্ভাস নৃত্যকলা একাডেমি, নন্দন কলা কেন্দ্র, তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, নৃত্য সুর, নৃত্য নন্দন, নৃত্যজন। আবৃত্তি পরিবেশন করেন ভাস্বর বন্দোপাধ্যায়, রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, মাসকুর এ সাত্তার কল্লোল, আহসান উল্লাহ তমাল, সৈয়দ ফয়সাল আহমদ, আজিজুল বাসার মাসুম, সিরিন ইসলাম। দলীয় আবৃত্তি পরিবেশন করেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, শিশু সংগঠন, গেণ্ডারিয়া কচি কাঁচার মেলা, সীমান্ত খেলাঘর ও স্বপ্নবীণা। আগামীকাল শুক্রবার অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটা থেকে, চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App