×

সাহিত্য

২৫তম জাতীয় নবান্ন উৎসব আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৮:১০ এএম

২৫তম জাতীয় নবান্ন উৎসব আজ

ছবি: সংগৃহীত

২৫তম জাতীয় ‘নবান্ন উৎসব-১৪৩০’ আজ বৃহস্পতিবার। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হবে। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ এ উৎসবের আয়োজন করছে। বিকাল সাড়ে ৪টায় গুণীশিল্পীদের সুরের মূর্ছনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এ উৎসবে দেশবরেণ্য সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পীরা একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করবেন, সেইসঙ্গে থাকবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিবেশনাও। উৎসবে সবার জন্য থাকছে গ্রামবাংলার ঐতিহ্য খৈ, মুড়কি, মোয়া, মুরালি, বাতাসা ইত্যাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। নবান্ন কথনে অংশ নেবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। শুভেচ্ছা বক্তব্য দেবেন জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা এবং সভাপতিত্ব করবেন জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সভাপতি লায়লা হাসান। সঞ্চালনা করবেন জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের সহসভাপতি সঙ্গীতা ইমাম এবং আফরোজা হাসান শিল্পী। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, পঞ্চায়েত, সুর সাগর ললিতকলা একাডেমি, সুরনন্দন, নৃত্যতরি, ঢাকা বিশ্ববিদ্যালয়। একক সংগীত পরিবেশন করবেন মহাদেব ঘোষ, মাহমুদুল হাসান, অনিমা মুক্তি গোমেজ, আবিদা রহমান সেতু, নবনীতা যায়িদ চৌধুরী, প্রিয়াঙ্কা গোপ, ডা. মকবুল হোসেন, রত্না সরকার, শ্রাবনী গুহ রায়, ফেরদৌসী কাকলি, এস এম মেসবাহ, বিজন চন্দ্র মিস্ত্রি, মারুফ হোসেন, আরিফ রহমান ও প্রলয় সাহা। দলীয় নৃত্য পরিবেশন করবেন লায়লা হাসান, দীপা খন্দকার, নিলুফার ওয়াহিদ পাপড়ি, সেলিনা হক, ডলি ইকবাল, সাদিয়া ইসলাম মৌ, তান্না প্রমুখ। দলীয় নৃত্য পরিবেশন করবে স্পন্দন, ভাবনা, কত্থক নৃত্য সম্প্রদায়, নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্যম, রেওয়াজ পারফর্মিং আর্ট, কালার্স অব হিল, সৃষ্টিশীল একাডেমি, নৃত্য বৃত্তি। আবৃত্তি পরিবেশন করবেন আশরাফুল আলম, ড. শাহাদাত হোসেন নিপু, নায়লা তারান্নুম কাকলি, ফয়জুল আলম পাপ্পু, নিমাই মণ্ডল, সিদ্দিকুর রহমান পারভেজ, সীমান্ত সজল, মাহমুদ আখতার। এছাড়া শিশু সংগঠন তারার মেলা ও নন্দনকুড়ির পরিবেশনা থাকবে সকালের অধিবেশনে। বিকালে দলীয় সংগীত পরিবেশন করবেন আবু বকর সিদ্দিক, অনিমা রায়, মহিউজ্জামান ময়না, সঞ্জয় কবিরাজ, ডা. মাহজাবিন শাওলী, সুরাইয়া পারভীন, মিরা মণ্ডল, মায়েশা পারভীন উর্বী, তামান্না নিগার তুলি, আতাউর রহমান, সমর বড়ুয়া, মেহেদী ফরিদ, আসিফ ইকবাল সৌরভ, সানজিদা মনজুরুল হ্যাপি, সান্তা সরকার, বিমান চন্দ্র বিশ্বাস। দলীয় সংগীত পরিবেশন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সুর বিহার, পঞ্চায়েত, বহ্নিশিখা, ফোক বাংলা। দলীয় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), ধৃতি নর্তনালয়, ত্রিধারা, নূপুরের ছন্দ, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, উদ্ভাস নৃত্যকলা একাডেমি, নন্দন কলা কেন্দ্র, তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, নৃত্য সুর, নৃত্য নন্দন, নৃত্যজন। আবৃত্তি পরিবেশন করবেন ভাস্বর বন্দোপাধ্যায়, রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, মাসকুর এ সাত্তার কল্লোল, আহসান উল্লাহ তমাল, সৈয়দ ফয়সাল আহমদ, আজিজুল বাসার মাসুম, সিরিন ইসলাম। দলীয় আবৃত্তি পরিবেশন করবেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, শিশু সংগঠন, গেন্ডারিয়া কচি কাঁচার মেলা, সীমান্ত খেলাঘর ও স্বপ্নবীণা। অনুষ্ঠান চলবে বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App