×

সাহিত্য

বর্ণাঢ্য আয়োজনে হুমায়ূন আহমদের ৭৫তম জন্মদিন উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

বর্ণাঢ্য আয়োজনে হুমায়ূন আহমদের ৭৫তম জন্মদিন উদযাপন

হুমায়ূন আহমেদের জন্ম দিনে চ্যানেল আইয়ে অতিথিরা

বর্ণাঢ্য আয়োজনে হুমায়ূন আহমদের ৭৫তম জন্মদিন উদযাপন

ছবি: ভোরের কাগজ

বর্ণাঢ্য আয়োজনে হুমায়ূন আহমদের ৭৫তম জন্মদিন উদযাপন
রঙতুলিতে ক্যানভাস রাঙিয়ে, স্মৃতিচারণায়, হিমু ও রূপা সেজে, তার লেখা গানে, আবৃত্তির আবেগজড়ানো কণ্ঠের মায়াবি উচ্চারণে নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বাংলা সাহিত্যের এই শক্তিমান লেখককে ঘিরে ছিল এমনই নানা আয়োজন। এই কিংবদন্তীর জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই প্রাঙ্গণের চেতনা চত্বরে আয়োজন করা হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটাল চ্যানেল আই ‘হুমায়ূন মেলা ২০২৩’। বিকালে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ‘চ্যানেল আই হুমায়ূন মেলা’র বর্ণাঢ্য এ অনুষ্ঠানটি। এ আয়োজনে উপস্থিত ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মুকিত মজুমদার বাবু, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ, কথাসাহিত্যিক মোহিত কামাল, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলামসহ হুমায়ূন আহমেদের বন্ধু, স্বজনসহ বহু গুণীজন। [caption id="attachment_475610" align="aligncenter" width="1000"] ছবি: ভোরের কাগজ[/caption] বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ শুধু বাংলাদেশের নয়, বাংলা সাহ্যিতের একজন সৃজনের গৌরব। তার মতো লেখক বারবার আসে না। হুমায়ূন আহমেদ এমন একজন শিল্পী যাকে আমরা তার সৃষ্টিকৃত শিল্পের জন্য কখনোই ভুলতে পারবো না। সবাই তাকে তার শিল্প-সাহিত্যের জন্য জেনে থাকলেও তিনি কিন্তু একজন প্রকৃতি প্রেমিকও ছিলেন। প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা ছিল সেটি নুহাশ পল্লীতেই দৃশ্যমান। কেননা সেখানে তিনি নানা ধরনের ঔষধি গাছ রোপন করেছিলেন। এই প্রকৃতিপ্রেমী, সাহিত্যপ্রেমী, নির্মাণের জাদুকরকে আমরা সর্বদা স্মরণ করবো তার সৃষ্টির মধ্য দিয়ে। এদিন দুপুর থেকেই মেলা প্রাঙ্গণে হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পরে উপস্থিত ছিলেন অসংখ্য হিমু ও রূপা। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে স্থাপিত বিশেষ উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে হুমায়ূন আহমেদের লেখা গান ও গানের তালে নৃত্যানুষ্ঠান। এ ছাড়া ছিল হুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। শিল্পকলায় ‘আমি এবং আমরা’ কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন উদযাপনে শিল্পকলা একাডেমিতে ‘আমি এবং আমরা’ নামের নাটক মঞ্চায়ন করেছে নাটকের দল বহুবচন। প্রয়াত এই লেখকের জন্মদিনে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। হুমায়ূন আহমদের বিখ্যাত উপন্যাস ‘আমি এবং আমরা’ অবলম্বনে মনু মাসুদের নাট্যরূপে নাটকটির নির্দেশনায় ছিলেন আরহাম আলো। নাটকটির কেন্দ্রিয় মিসির আলী চরিত্রের নাম ভূমিকায় নাটকটির প্রযোজনা অধিকর্তা এবং বহুবচন দলের দলীয় প্রধান তৌফিকুর রহমান। এক রহস্যময় কিশোরকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। যে পরিবার-সমাজ দ্বারা পরিত্যাক্ত হয়ে, সকলের দ্বারা তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমানের স্বীকার হয়ে, একটু বিশুদ্ধ আলো-জল বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে না পেরে শেষ পর্যন্ত জিগাংসা আর ক্রোধকে সম্বল করে ঝাঁপিয়ে পড়ে অপমানের বদলা নিতে, হিংসাকে প্রতিহিংসা দিয়ে প্রতিবাদ করতে, ক্লান্তিকর ভারবাহী জীবনের বোঝা দূর করতে আত্নাহুতি দিতে। এই বিপদাপন্ন বিভ্রান্ত কিশোরের জীবনে সান্ত্বনা হয়ে অবশেষে আসে মিসির আলী। মিসির আলীর সান্নিধ্যে এবং ব্যাখ্যায় তৃতীয় লিঙ্গের এই কিশোরের ভিতরে জমে থাকা হীম শীতল বরফ বোবা জল হয়ে গলতে গলতে পুনঃরায় বাঁচার স্বপ্ন দেখে, সমাজ পরিবারের আর দশজনের একজন হয়ে ওঠার প্রচেষ্টা করে। আর সেখানেই ঘুচে যায় আমি এবং আমার ব্যবধান। সমন্বয়ে উচ্চারিত হয়, প্রত্যেকে খন্ড খন্ড সত্ত্বেও শেষ পর্যন্ত পারস্পরিক মেলবন্ধনে এক অখন্ড সত্ত্বা যার বৃহৎ ভরকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে আমরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অপূর্ব, রুমানা, মনু মাসুদ, শাম্মী, হেলাল, সারোয়ার, তাপস, পলাশ, শিফা, নওরিন, মনি, জেনি, হ্যাপি, ফিরোজ, তৌফিকুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App