×

সাহিত্য

নজরুল সংগীত বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম

নজরুল সংগীত বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ

শাহীন সামাদ। ছবি: ভোরের কাগজ

হালকা শীতের মিষ্টি সন্ধ্যা। ছায়ানটের ভেতর থেকে চেনা কণ্ঠের সুর ভেসে আসছে! এ সুর আর কারো নয়, বরেণ্যে শিল্পী শাহীন সামাদের। তিনি ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের প্রাক্তনী, বর্তমান শিক্ষক, বাংলাদেশের মুক্তিসংগ্রামের কণ্ঠযোদ্ধা। তারই কণ্ঠের মাধুর্যে দর্শক বুদ হয়েছিল। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র মিলনায়তনে ‘শাহীন সামাদের কথা ও গান’ শীর্ষক এ সংগীতায়োজন করা হয়। শুরুতে ‘শোন শোন সুরলোকবাসী অমৃতের যে আছ সন্তান’ গানের মধ্য দিয়ে শুরু। এরপর একে একে গাইলেন ‘স্বপ্নে এসো নিরজনে প্রিয়া’, ‘মাঝি শ্রী রাম নাম রাম’,‘ভেসে আসে সুদূর স্মৃতির সুরভী হায় সন্ধ্যায়’, ‘কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ’, ‘গুলবাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল হায়’, ‘কেন আজ মধুকর গুঞ্জরণে চোখ মেলিলে’, ‘বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল’, ‘দেশ গৌর বিজয় দেবরাজ গননে এলো বুঝি সমর সাজ’, ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী’,‘ ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধনা’, ‘লাঞ্চিত নিপীড়িত জনতার জয় শোষিত মানুষের একতার জয়’, ‘মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ’, ‘যশোর, খুলনা, বগুড়া, নোয়াখালি, ঢাকা তারা মুসলিম নয়, তারা শুধু বাঙালি’, ‘জনতার সংগ্রাম চলবেই’। গজল, নজরুল সংগীত, দেশাত্ববোধক গানে মাতালেন শিল্পী শাহীন সামাদ। গানের ফাঁকে প্রতিবাদ জানালেন নজরুল সংগীতের বিকৃতির বিরুদ্ধেও। বললেন, আমার যা কিছু প্রাপ্তি অর্জন তা-ই ছায়ানট থেকে পেয়েছি। ছায়ানটের সুনাম রাখতে হলে গানের চর্চা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, এতো বছর সাধনা করে আমরা নজরুল সংগীত চর্চা করছি। অথচ নজরুলের এখন সুর বিকৃত করে অনেকে গান করছেন। সুরের বিকৃতি যারা করছেন তারা খুব অন্যায় করছেন। এটা করা উচিত না। ভারতের বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি বিকৃত তার নিজের সুরে গাইলেন। এটা তিনি কি করে করলেন! এতে আমি খুবই মর্মাহত হয়েছি। এমন কাজ কখনওই করা উচিত নয়। তরুণদের অনেকে নজরুলের গানকে ওয়েস্টার্নাইজ করে গাইছেন। কিন্তু সুরকে তো ঠিক রাখতে হবে। সুর বিকৃত করার অধিকার তাদের কে দিয়েছে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App