×

সাহিত্য

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে উদীচীর সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে উদীচীর সমাবেশ

উদীচী। ছবি: ভোরের কাগজ

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শনিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইকরামুল কবির ইল্টু, সাধারণ সম্পাক অমিত রঞ্জন দে, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বিজন রায় এবং গেন্ডারিয়া শাখার সদস্য তনিমা নাহার সোমা। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য শেখ আনিসুর রহমান। সমাবেশে উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের উপর ইসরায়েল গাজা উপত্যকায় যে মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তা বিশ্বের কোন শান্তিকামী মানুষই মেনে নিতে পারে না। সাম্রাজ্যবাদী অপশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে কয়েক দশক আগে ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রটির কোন বৈধতা নেই। বিশ্বের বেশিরভাগ দেশই ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও মার্কিন সাম্রাজ্যবাদ এবং এর দোসরদের সহযোগিতায় ইসরায়েল রাষ্ট্রটি সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের বেশিরভাগ ভূমি নিজেদের করায়ত্ত করেছে। ফিলিস্তিনের জনগণের উপর বহুবার নৃশংস হামলা চালিয়েছে। বক্তারা আরো বলেন, গত মাসের শুরুর দিকে গাজা উপত্যকায় যে নির্বিচার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তা অতীতের সকল নৃশংসতার রেকর্ড ছাড়িয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনের কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যার মধ্যে অর্ধেকের বেশিই শিশু ও নারী। প্রাণ বাঁচাতে ও শুশ্রুষার জন্য হাসপাতালে আশ্রয় নেয়া মানুষের উপর বিমান হামলা চালিয়ে কয়েকশ’ মানুষকে হত্যা করতেও পিছপা হয়নি অবৈধ রাষ্ট্রটি। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিশ্বশান্তির পক্ষে কথা বলে আসছে উদীচী। স্বাধীনতাকামী মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া অন্যতম কর্তব্য মনে করে উদীচী। তাই, ফিলিস্তিনে ইসরায়েলি দখল এবং গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে উদীচী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App