×

সাহিত্য

সুরেশ দত্ত ও বঙ্গঁজিৎ দত্ত সম্মাননা পেলেন ম হামিদ ও শংকর কুমার দাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম

সুরেশ দত্ত ও বঙ্গঁজিৎ দত্ত সম্মাননা পেলেন ম হামিদ ও শংকর কুমার দাশ

সুরেশ দত্ত ও বঙ্গঁজিৎ দত্ত সম্মাননা পেলেন ম হামিদ ও শংকর কুমার দাশ

স্বাধীন বাংলাদেশে মেঘদুত নাট্যদল প্রতিষ্ঠা-নাট্যকার ও বরেন্য রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্তের ২৩তম প্রয়াণ দিবস ছিল গতকাল ১ নভেম্বর। এই গুণীর প্রয়াণ দিবসকে স্মরণ করে বঙ্গঁজিৎ দত্ত প্রয়াণ দিবস উদযাপন পর্ষদ আয়োজন করল কর্মশালা, স্মারক সম্মাননা প্রদান, স্মরণ অনুষ্ঠান এবং নাটকের মঞ্চায়ণ। বুধবার (১ নভেম্বর) বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে অতিথি ছিলেন নাট্যজন আতাউর রহমান, অভিনেত্রী লাকী ইনাম। এবার প্রথিতযশা রূপসজ্জাশিল্পী সুরেশ দত্ত স্মারক সম্মাননা ও বঙ্গঁজিৎ দত্ত স্মারক সম্মাননা পেলেন যথাক্রমে নাট্যব্যক্তিত্ব ম হামিদ ও রূপসজ্জাশিল্পী শংকর কুমার দাশ। সামগ্রিক আয়োজন প্রসঙ্গে আয়োজক এবং বঙ্গঁজিৎ দত্তের পুত্র শুভাশীষ দত্ত তন্ময় বলেন, সৃজনশীল মানুষ প্রয়াত হলেও তিনি বেঁচে থাকেন তার সৃজিত শিল্পের ছায়াতলে। আর সে কারণে রূপসজ্জার কর্মশালা-স্মরণ-স্মারক সম্মাননা প্রদান এবং নাটকের মঞ্চায়নের মধ্যে দিয়ে ফিরে দেখছি রূপসজ্জাকরদের গুরু-নাট্যশিল্পী এবং নাটকের মানুষ স্বর্গীয় বঙ্গঁজিৎ দত্তকে। এই আয়োজন নাট্য জীবনের উদযাপন। বঙ্গঁজিৎ দত্ত ও তার প্রয়াত পিতা সুরেশ দত্তের স্মৃতি চারণ শেষে একই মঞ্চে মঞ্চস্থ হয় বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত নাটক ‘উত্তরণ’। অপূর্ব কুমার কুণ্ডুর রচনায় নাটকটির নির্দেশনায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত শিল্পীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App