×

সাহিত্য

আলোর ঝর্ণাধারায় নৃত্য ঝংকারে পর্দা নামলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১০:০৯ পিএম

আলোর ঝর্ণাধারায় নৃত্য ঝংকারে পর্দা নামলো

ছবি: ভোরের কাগজ

আলোর ঝর্ণাধারায় নৃত্য ঝংকারে পর্দা নামলো

ছবি: ভোরের কাগজ

আলোর ঝর্ণাধারায় নৃত্য ঝংকারে পর্দা নামলো

ছবি: ভোরের কাগজ

আলোর ঝর্ণাধারায় উদ্ভাসিত মঞ্চ। নৃত্যামোদী দর্শকের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি ছিল। নূপুরের ঝংকার আর ঢোলকের বাদ্য পুরো মিলনায়তনে ভিন্ন এক আবহ তৈরি করেছিল সন্ধ্যায়। শিল্পীদের একের পর এক নৃত্যে দর্শক মুগ্ধ হয় এদিন। প্রতিটি নৃত্যের শেষে করতালি দিয়ে শিল্পীদের উৎসাহিত করতেও ভোলেননি কেউ। শুক্রবার (২৭ অক্টোবর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছয় দিনব্যাপী ‘গণজাগরনের নৃত্য উৎসব’ এর সমাপনী সন্ধ্যায় এমন দৃশ্যের দেখা মিলেছে। আয়োজনের শুরুতেই লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় সাজু আহমেদের পরিচালনায় নৃত্যালেখ্য ‘মিশ্র ছন্দের রাগ মালিকা’ শিরোনামে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল। সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ‘ধন্য সেই পুরুষ’ শিরোনামে নৃত্য পরিবেশন করে ভাবনা নৃত্যদল। ‘প্রকৃতি নিজের কথা বলে’ শিরোনামে পরিবেশিত হয় নৃত্যালেখ্য। [caption id="attachment_472672" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] এস এম হাসান ইশতিয়াকের পরিচালনায় ‘প্রচণ্ড গর্জন’ খন্ডনৃত্য পরিবেশন করে নৃত্যদল কাথ্যাকিয়া- দ্য সেন্টার অফ আর্টস। ‘সোহাগপুরের স্মৃতিকথা’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- দীক্ষা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আক্রান্ত হয় গারো পাহাড়ের কোল ঘেষা নিভৃত গ্রাম সোহাগপুর। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অবলম্বনে সোহাগপুর গ্রামের উপর রচিত নৃত্যনাট্য পরিচালনা করেছেন সুইটি দাস চৌধুরী, গ্রন্থনা ও রচনায় মামুন উর রশিদ এবং সংগীত রচনা রোকন ইমন। এরপর মিনু হকের পরিচালনায় পল্লবী ডান্স থিয়েটার নৃত্য পরিবেশন করে। সাজু আহমেদের পরিচালনায় ‘নারীর মুক্তিযুদ্ধ’ নৃত্যালেখ্য পরিবেশন করে কত্থক নৃত্য সম্প্রদায়। পরিবেশনাটির নৃত্য অমিত চৌধুরীর পরিচালনায় ‘অন্তর্দেশ’ নৃত্যালেখ্য পরিবেশন করে কায়া আশ্রম নৃত্যদল। ওয়ার্দা রিহাবের পরিচালনায় ‘জয়ের আলোকবর্তিকা’ পরিবেশন করে ধৃতি নর্তনালয়। তৃণা মজুমদারের পরিচালনায় ‘প্রকৃতির বন্দনা’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- ত্রিশূল। নৃত্য পূজা সেন গুপ্ত’র পরিচালনায় ‘ছিয়ানব্বই-৯৬’ নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল ‘তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার’। হেনা হোসেনের পরিচালনায় ‘আমি বনফুল গো’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- আভিনায়। [caption id="attachment_472673" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] আফরিনা আফরোজ চৌধুরীর পরিচালনায় ‘কথাকলি আট্টআকথা, উত্তরা স্বয়মবরম’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল ‘স্বপ্নচূড়া কালচারাল একাডেমি’, বেলায়েত হোসেন খানের পরিচালনায় নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল - জাগো আর্ট সেন্টার। অনিক বোসের পরিচালনায় ‘সূর্যদয়ের পথে’ শিরোনামে নৃত্য পরিবেশন করে নৃত্যদল- স্পন্দন। কস্তুরী মুখার্জীর পরিচালনায় ‘নারী শক্তি’ শিরোনামে নৃত্য পরিবেশন করে পুষ্পাঞ্জলী নৃত্যকলা কেন্দ্র। সবশেষে দীপা সরকারের পরিচালনায় ‘রুদ্রাণী’ পরিবেশন করে কল্যাণী নৃত্যাঙ্গন। এর আগে সমাপনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘গণজাগরণ তৈরি করা, শুধু আমার দেশে নয় সারা বিশ্বে। বঙ্গবন্ধু বলেছেন- শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে যে জাতি যেখানে নির্যাতিত হবে তার পাশে দাঁড়াবে বাংলাদেশ’। তিনি আরো বলেন, গণজাগরণের এই শিল্প আন্দোলন অব্যাহত থাকবে। পৃথিবী যখন বিপদে পড়বে তার পাশে আর কেউ না দাঁড়াক বাংলাদেশ দাঁড়াবে। আমরা গণতন্ত্র চাই। বঙ্গবন্ধু বলেছেন, শোষিতের গণতন্ত্র, সাধারণের গণতন্ত্র, দিনমজুরের গণতন্ত্র, কৃষকের গণতন্ত্র। যে গণতন্ত্র আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নষ্ট করবে সেই গণতন্ত্র আমরা চাইনা’। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- ৬ দিনব্যাপী চলা ‘গণজাগরণের নৃত্য উৎসব’ এ অংশগ্রহণকারী দলগুলোর নৃত্য পরিচালক ও শিল্পীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App