×

সাহিত্য

বিজয়া দশমীর সন্ধ্যায় নাচের ছন্দে চঞ্চল হলো মন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৮ পিএম

বিজয়া দশমীর সন্ধ্যায় নাচের ছন্দে চঞ্চল হলো মন

ছবি: ভোরের কাগজ

বিজয়া দশমীর সন্ধ্যায় নাচের ছন্দে চঞ্চল হলো মন

ছবি: ভোরের কাগজ

বিজয়া দশমীর সন্ধ্যায় নাচের ছন্দে চঞ্চল হলো মন

ছবি: ভোরের কাগজ

বিজয়া দশমীর সন্ধ্যায় নাচের ছন্দে চঞ্চল হলো মন

ছবি: ভোরের কাগজ

চারদিকে হালকা শীতের আমেজ। তবে প্রতিমা বিসর্জনের আয়োজনে ঢাকের বাদ্যে শহর সরগরম। বিজয়া দশমীর এমন মনোমুগ্ধকর সন্ধ্যায় শাস্ত্রীয় নাচের ছন্দে যেন চঞ্চল হলো মন। মুদ্রার সঙ্গে অভিব্যক্তির সম্মিলন দর্শক নয়নে ছড়াল মুগ্ধতা। ভালোলাগার সেই অনুভবে বারংবার ঝরেছে করতালি। হাত-পায়ের কারুকাজের সঙ্গে চোখের অভিব্যক্তিময় সেসব পরিবেশনার মধ্যে উদ্ভাসিত হয়েছে বিবিধ বিষয়। ছোট্ট শিশু শেখ রাসেল থেকে ঈশ্বরের বন্দনা, নিসর্গের নান্দনিকতা থেকে প্রেম-ভালোবাসার গল্পগুলো উঠে এলো নৃত্যের নান্দনিকতায়। সংযুক্ত হয়েছে হিন্দু পুরাণের ঘটনাবলী থেকে বীরত্বগাথার উপাখ্যান। আর এভাবেই সুন্দরের প্রতিচ্ছবি এঁকে বর্ণিল দৃশ্যকল্পে ধরা দিল শিল্পকলা আয়োজিত ‘গণজাগরণের নৃত্য উৎসব’-এর তৃতীয় সন্ধ্যায়। [caption id="attachment_472096" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] মঙ্গলবার (২৪ অক্টোবর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শাস্ত্রীয় আঙ্গিকের নৃত্যে সজ্জিত এ আয়োজনে ছিল ঢাকাসহ বিভিন্ন জেলার শিল্পীদের একক ও সমবেত নৃত্য পরিবেশনা। যেখানে খ্যাতিমান থেকে উদীয়মান নৃত্যশিল্পীদের নৃত্যশৈলীতে উপস্থাপিত হয়েছে মণিপুরী, ভরতনাট্যম, ওড়িশি ও কত্থক নাচ। [caption id="attachment_472097" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] মৈত্রী সরকারের পরিচালনায় স্বপ্নবিকাশ কলাকেন্দ্রের নৃত্যালেখ্য ‘আনন্দময়ীর আগমনে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিনের পরিবেশনা। এরপর লুবনা মারিয়ামের পরিচালনায় সাধনা উপমহাদেশীয় সংস্কৃতিক প্রসার কেন্দ্র পরিবেশন করে ‘কালী নাচ’। মিটন দেবের পরিচালনায় অনুপ দাস ড্যান্স একাডেমি (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র) ‘আমার জন্মভূমি’। নাহিদা পারভীন পান্নার পরিচালনায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ পরিবেশন করে বর্ণমালা একাডেমি, নীলুফার ওয়াহিদের পরিচালনায় ‘আমার দেশ, আমার অহংকার’ পরিবেশন করে নান্দনিক নৃত্য সংগঠন। কামরুল হাসান ফেরদৌসের পরিচালনায় ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের -রাজা’ পরিবেশন করে বহর। সাহিদা রহমান সুরভীর পরিচালনায় নৃত্যালেখ্য ‘স্বাধীনতা প্রিয় স্বাধীনতা’ পরিবেশন করে বহ্নিশিখা, আনন্দিতা খানের পরিচালনায় খন্ড নৃত্য ‘জাগরণ’ পরিবেশন করে অংশী। মুরাদ জামান খানের পরিচালনায় ‘বাউল জীবনাচার’ পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমি। মনোমী তানজানা অর্থীর পরিচালনায় ‘খরবায়ু বয় বেগে’ পরিবেশন করে নার্তানাম এবং অন্তর দেওয়ানের পরিচালনায় ‘বিজু নৃত্য’ পরিবেশন করে কালারস অব হিল। [caption id="attachment_472098" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মারিয়া ফারিহ উপমা। শুদ্ধভাবে নৃত্যচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষে জেলা, বিভাগ পর্যায় ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকেও অংশগ্রহণ করছে অর্ধশতাধিক নৃত্যদল। শিল্পের মাধ্যমে, শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গণজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার লক্ষেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন। দেশের ৬৭ টি নৃত্য দলের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমেও যুক্ত হয়েছে আরো ৪ টি নৃত্যদল। প্রতিদিনকার এ আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। উৎসবের দ্বার সবার জন্য উন্মুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App