×

সাহিত্য

মঞ্চে এলো ইয়া দেবী সর্বভুতেষু শান্তিরূপেণ সংস্থিতা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৩২ পিএম

মঞ্চে এলো ইয়া দেবী সর্বভুতেষু শান্তিরূপেণ সংস্থিতা!

সোমবার মঞ্চে এলো ইয়া দেবী সর্বভুতেষু শান্তিরূপেণ সংস্থিতা নামের যুদ্ধ বিরোধী নৃত্য। ছবি: ভোরের কাগজ

ফিলিস্তিনের গাজায় শিশুদের মর্মান্তিক মৃত্যু আর নির্মম নির্যাতনের বিপরীতে সুন্দর পৃথিবী গড়া, শান্তি, নিরাপত্তা এবং নির্ভীক চিত্তে শিশুদের বেড়ে উঠার অঙ্গীকার জানিয়ে যুদ্ধ বিরোধী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া ‘গণজাগরণের নৃত্য উৎসব’-এর দ্বিতীয় দিনও ছিল বর্ণাঢ্য আয়োজনে মুখর। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কার্তিকের হঠাৎ বৃষ্টিতে শিল্পকলার বাইরে কিছুটা ছন্দপতন হলেও প্রকৃতির বিরূপতা একাডেমির জাতীয় নাট্যশালার মুল মিলনায়তনের ভেতরে নৃত্যের ছন্দপতন ঘটাতে পারেনি। বরং নবমীর সন্ধ্যায় মিলনায়তনে উপস্থিত দর্শকদের চমকে দিয়ে যেন মঞ্চে এলেন ‘ইয়া দেবী সর্বভুতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমো।’ স্বয়ং দেবী দূর্গা যেন নানা রূপে আভির্ভূত হলেন অনন্য ভঙ্গিতে। আর শিল্পীরা অসাধারণ একেকটি নৃত্যশৈলীর মধ্য দিয়ে দশভূজা মা দুর্গাকে অনিন্দ্য সৌন্দর্যে ফুটিয়ে তুললেন শিল্পের সৃজনে। আয়োজনের শুরুতেই সেলিনা হকের পরিচালায় ‘সত্যের জয় হোক’ শিরোনামে নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল নৃত্যসুর। এরপর বেনজির সালাম সুমির পরিচালনায় খন্ডনৃত্য ‘মধুর ধ্বনি বাজে’ পরিবেশন করে নৃত্যছন্দ দল, ড. সুবর্ণা আফরিন খানের পরিচালনায় নৃত্যালেখ্য ‘জন্ম আমার ধন্য হলো’ পরিবেশন করে সৃষ্টি একাডেমি অফ পারফর্মিং আর্টস (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র)। স্নাতা শাহরিনের নৃত্যালেখ্য ‘ঠিকানা ধানমন্ডি ৩২’ পরিবেশন করে ধ্রুপদী নৃত্যলয় নৃত্যদল। মেহরাজ হক তুষারের পরিচালনায় ‘রিদম্ ড্যান্স গ্রুপ’ পরিবেশন করে ‘মুক্তিযোদ্ধার বৌ’ নৃত্যালেখ্য। আগামীকাল মঙ্গলবার নৃত্য পরিবেশন করবে স্বপ্নবিকাশ কলাকেন্দ্র, সাধনা উপমহাদেশীয় সাংস্কৃতিক প্রসার কেন্দ্র, অনুপ দাস ড্যান্স একাডেমি (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র), বর্ণমালা একাডেমি, নান্দনিক নৃত্য সংগঠন, বহ্নিশিখা, নৃত্যাঙ্গন নৃত্যকলা একাডেমি, নার্তানাম, কালারস অফ হিল। প্রতিদিনকার এ আয়োজন অনুষ্ঠিত হবে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায়। উৎসবের দরজা সবার জন্য উন্মুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App