×

সাহিত্য

শিল্পকলার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৯:২১ পিএম

শিল্পকলার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

সোমবার শিল্পকলায় মঞ্চস্থ হয় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটক। ছবি: ভোরের কাগজ

শিল্পকলার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
আজ থেকে একশ বছর আগের কথা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন ধীরে ধীরে মিশে যাচ্ছিল গ্রীষ্মের সঙ্গে। প্রকৃতিতে ঘটে চলেছে নাটকীয় পরিবর্তন। রবীন্দ্রনাথের মনেও তখন চলছিল মায়ার খেলা, নিত্য করে আসা যাওয়া। তিনি তখন সুখের মতো অসুখে কাতর হয়ে আছেন, তিনি পরম যত্নে অসুখটাকে আগলে রাখছেন। রবীন্দ্রনাথের গন্তব্য পেরু, কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছেন আর্জেন্টিনায়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কোনো এক মায়ার বাঁধনে তিনি আটকে আছেন আর্জেন্টিনা। আর্জেন্টিনা থেকে নতুন কোনো দেশে যেতে তার মন সায় দেয় না। শেষ পর্যন্ত তার পেরু দর্শন পরিত্যক্ত হয়। তিনি অসুখের ছলনায় আর্জেন্টিনায় পার করতে লাগলেন জীবনের ভালোলাগা ও আনন্দময় কিছু সময়। অজানা ভাষার দেশে কেন তার হৃদয় ভালোলাগায় পূর্ণ হলো, আনন্দময় সময় উদযাপনের অন্তরালে ছিল কোন রহস্য! রবীন্দ্রনাথের জীবনের এই সব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ম্যাড থেটার এর ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকে। মুলত রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে নাটকটির মধ্য দিয়ে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ণ হয় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের সপ্তম প্রদর্শনী। নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থিয়ে টারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। এর চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া ওকাম্পো চরিত্রে সোনিয়া হাসান। নাটকটি সম্পর্কে জানতে চাইলে ম্যাড থেটারের প্রধান আসাদুল ইসলাম জানান, ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে পেরু সরকার দাওয়াত দিয়েছিলেন স্বাধীনতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে। সেখানে যাওয়ার সময় সমুদ্রযাত্রার ক্লান্তিতে তার শরীরে বাসা বাঁধে ইনফ্লুয়েঞ্জা। আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছতেই শরীরে রোগের প্রকোপ বেড়ে যায়। প্লাজা হোটেলে অসুস্থতার দিনগুলোয় একদিন হঠাৎ তার এক পাঠিকা এসে উপস্থিত হন। পাঠিকার আমন্ত্রণে কবি হোটেল ছেড়ে শহরের বাইরে সান ইসিদ্রোয় এক ভাড়া বাড়িতে অবসর কাটাতে লাগলেন। এ পাঠিকাই ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথের সঙ্গে ওকাম্পোর একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। এ নিয়েই ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। ম্যাড থেটারের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সঙ্গে মানুষের প্রেম আর প্রেমের ক্ল্যাসিক কাহিনীগুলোই পারে যুদ্ধবিধ্বস্ত কাহিল পৃথিবীকে নবধারা জলে স্নাত করাতে। বিদ্বেষশূন্য প্রেমময় পৃথিবীর জন্য আমাদের প্রতিদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষায় রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া একটি নির্মল গোলাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App