×

সাহিত্য

'যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম

'যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়'
আবৃত্তির দীপ্ত উচ্চারণে মিলনায়তনে ঝড় তুললেন বরেণ্য শিল্পী শিমুল মুস্তাফা। শব্দের পর শব্দের উচ্চারণ শৈল্পিকতায় বিমোহিত করেন আবৃত্তিপ্রিয় দর্শক শ্রোতাদের। আর প্রতিটি পরিবেশনার পর দর্শকদের মুহুর্মুহু করতালি বরেণ্য এই বাচিকশিল্পীকে সিক্ত করেছে অনুরাগ আর ভালোবাসায়। শরতের সন্ধ্যায় এমন দৃশ্যই ছিলো 'যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়' শিরোনামের এই আবৃত্তির আসরে। শুক্রবার (২০ অক্টোবর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তির সংগঠন বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি। অনুষ্ঠানের শুরুতেই বৈকুন্ঠের প্রয়াত সদস্য কাজী এনামুল হক, প্রয়াত মুক্তিযোদ্ধা ও প্রথম পতাকা বহনকারী মহিবুল ইসলাম ইদু এবং সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয়সঙ্গীত পরিবেশন করে বৈকুন্ঠের বাচিকশিল্পীরা। গত এক বছরে আবৃত্তি অঙ্গনের প্রয়াতদের স্মরণ করে শিমুল মুস্তাফা একে একে আবৃত্তি করেন মুক্তিযুদ্ধ, দ্রোহ, প্রেমসহ বিভিন্ন বিষয়ের কবিতা। এর আগে শিমুল মুস্তাফা বলেন, কবিতা মানুষের কথা বলে, প্রকৃতির কথা বলে, মানবতার কথা বলে, শ্রেণি সংগ্রামের কথা বলে। সেই কবিতাগুলোকে মানুষের মনে জায়গা করে দেওয়ার নামই আবৃত্তি। তাইতো ৪২ বছর ধরে এই কাজটি আমি করে চলেছি। আমি বিশ্বাস করি আবৃত্তি মস্তিষ্কের একটা শিল্প, আমি কবিতা উপলব্ধি করি আর তা ভালোবেসেই পড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App