×

সাহিত্য

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের বর্ণিল সমাপনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৯:১৬ পিএম

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের বর্ণিল সমাপনী

ছবি: ভোরের কাগজ

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের বর্ণিল সমাপনী

ছবি: ভোরের কাগজ

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের বর্ণিল সমাপনী
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের বর্ণিল সমাপনী

ছবি: ভোরের কাগজ

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের বর্ণিল সমাপনী

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। দ্বাদশ এ উৎসবে জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষে দুই দেশের চার হাজারেরও বেশি বাংলাদেশ ও ভারতের ১৪৫টি দল ও ৪ হাজার সাংস্কৃতিক কর্মী অংশ নেয়। যেখানে ভারত থেকে ৬টি দলের প্রায় শতাধিক সাংস্কৃতিক কর্মীর সমাবেশ ঘটে। [caption id="attachment_470719" align="aligncenter" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের সমাপনী সন্ধ্যার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। [caption id="attachment_470721" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] উৎসব পর্ষদের আহ্বায়ক লেখক-গবেষক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উৎসবের সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিনু হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা ও উৎসব পর্ষদের প্রচার উপ-পরিষদের আহ্বায়ক মীর জাহিদ হাসান। সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন- পর্ষদ সচিব আকতারুজ্জামান। [caption id="attachment_470722" align="alignnone" width="1600"] ছবি: ভোরের কাগজ[/caption] এর আগে বিকালে বাউল গানের মূর্ছনায় একাডেমির নাট্যশালার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানমালা শুরু হয়। এরপর বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফ’র প্রযোজনায় নৃত্যনাট্য ‘নকশীকাঁথার মাঠ’ অনুষ্ঠিত হয়। এর নাট্যরূপ দিয়েছেন এ কে এম মুজতবা, নৃত্য পরিকল্পনা ও কোরিওগ্রাফি জি এ মান্নান, নির্দেশনায় ছিলেন রাহিজা খানম ঝুনু। সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় বাংলা থিয়েটারের প্রযোজনা ‘নীলদর্পন’। নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র এবং নির্দেশনায় ছিলেন মামুনুর রশীদ। জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে বাকশিল্পাঙ্গনের প্রযোজনা আবৃত্তি ‘সবার উপরে মানুষ সত্য’ ও উঠোন সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের প্রযোজনা গীতিআলেখ্য ‘সবার উপরে মানুষ সত্য’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App