×

সাহিত্য

শেখ রাসেলকে নিয়ে মিসরীয় লেখক আরিশির উপন্যাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৪ পিএম

শেখ রাসেলকে নিয়ে মিসরীয় লেখক আরিশির উপন্যাস

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলকে নিয়ে এবার আরবি ভাষায় উপন্যাস লিখেছেন মিসরীয় লেখক মোহসেন আল আরিশি। এরইমধ্যে ‘সেদিন তারা চাঁদ হত্যা করেছিল’ নামের এ উপন্যাসটি বাংলায় অনুবাদ হয়েছে। গত জুলাইয়ে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় মিসরের কায়রোতে। এবার উপন্যাসটির বাংলা অনুবাদ প্রকাশ হবে ঢাকায়। প্রকাশ করছে বাংলাদেশের অনিন্দ্য প্রকাশ। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হবে। যেখানে উপস্থিত থাকবেন লেখক মোহসেন আল আরিশি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, আমাদের বিশ্বাস বিশ্বসাহিত্যে এই উপন্যাস ইতোমধ্যে স্থান করে নিয়েছে। উপন্যাসটির নামই বলে দেয়, এটি চিন্তার জগতে কত তাৎপর্যপূর্ণ। উপন্যাসটিতে বঙ্গবন্ধুর বাল্যকালসহ ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়কাল বর্ণিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রির বর্বরোচিত হত্যাকাণ্ডের কথাও তুলে ধরা হয়েছে। শিশু হত্যার প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে লেখক পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তুলে ধরেছেন। তিনি ছোট্ট শেখ রাসেলের হত্যার ঘটনা দিয়ে শিশুদের ওপর নির্মমতার উদাহরণ দাঁড় করিয়েছেন। অন্যদিকে উপন্যাসে বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের হত্যার পর তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে ফেরার ঘটনা তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার সঙ্গী হিসেবে ছোট বোনকে পাওয়ার ঘটনা বিশদভাবে বর্ণনা করেছেন আরিশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App