×

সাহিত্য

সংস্কৃতির মহাশক্তির জয়গান গাইল শিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ পিএম

সংস্কৃতির মহাশক্তির জয়গান গাইল শিল্পীরা

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। ছবি: ভোরের কাগজ

গত ১১ বছর ধরে বাংলাদেশ-ভারতের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্য নিয়েই গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব হয়ে আসছে। মৌলবাদের উত্থান ঠেকাতে, যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বীরযোদ্ধার মতো বরাবরই সম্মুখযোদ্ধা এ দেশের সংস্কৃতিকর্মীরা। সংস্কৃতির এ মহাশক্তিকে আরো একবার বিপুল জনগোষ্ঠীর সম্মুখে উপস্থাপনের লক্ষে আবারও আয়োজিত হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। মঙ্গলবার (১০ অক্টোবর) উৎসবের ৫ম দিনে উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানে সংস্কৃতির মহাশক্তির জয়গান গাইল শিল্পীরা। শিশু সংগঠন সৃষ্টিশীল ললিতকলা একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বিকালে আয়োজন। এরপর দলীয় সঙ্গীত পরিবেশন করে সংস্কৃতি মঞ্চ ও সুরতাল সঙ্গীত একাডেমি, দলীয় আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন ও শব্দাঙ্গন, দলীয় নৃত্য পরিবেশন করে স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, পথনাটক পরিবেশন করে বৃত্ত নাট্যদল। সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়ণ হয় প্রাচ্যনাটের প্রযোজনা ‘অচলায়তন’। নাটকটির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ণ হয় ভারত থেকে অংশগ্রহণকারী দল আজকের প্রজন্ম এর প্রযোজনা ‘অধরা মাধুরী’। নাটকটির রচনা ইন্দ্রনীল দে, নির্দেশনায় ছিলেন সায়ন বিশ্বাস। স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ণ হয় নাটনন্দনের প্রযোজনা ‘বিষ পবনের গীত’, রচনা ও নির্দেশনায় ছিলেন আসমা আখতার লিজা। বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চে মঞ্চস্থ হয় বাগেরহাট থিয়েটার ও ফরিদপুর থিয়েটার প্রযোজনা ‘রাজা গিলগামেশ’, রচনা তুষার রায়, নির্দেশনায় ছিলেন শামীম আহমেদ। এ ছাড়া জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আবৃত্তি প্রযোজনা ‘কথামানবী’ ও বহ্নিশিখা’র প্রযোজনা গীতিআলেখ্য ‘হেই সামালো’র মনোজ্ঞ পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App