×

সাহিত্য

ছুটির সন্ধ্যায় শিল্পকলা মাতালো ‘মাধব মালঞ্চী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

ছুটির সন্ধ্যায় শিল্পকলা মাতালো ‘মাধব মালঞ্চী’

ছবি: ভোরের কাগজ

সাপ্তাহিক ছুটির সন্ধ্যা মাতালো থিয়েটার আর্ট ইউনিটের ৩৬তম প্রযোজনা ‘মাধব মালঞ্চী’। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে নাটকটি মঞ্চায়ণ হলো। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। নাটকে দেখা যায়, দুর্লভ রাজার ছোট পুত্র মাধব। রানির মৃত্যুর পর রাজা এই মাধবকে লালন-পালনের দায়িত্ব দেন তার বড় পুত্রবধূ চন্দ্রবনকে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে দুর্লভ রাজা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে রাজা হবার বাসনায় রাজপুত্রদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ভবিষ্যত রাজা ঠিক করার জন্য গণনা করা হয় এবং তিনবারই গণনায় মাধবের নাম আসে। ক্ষুব্ধ বড় ভাইদের পথের কাঁটা দূর করবার জন্য মাধবকে মেরে ফেলার পরিকল্পনা জেনে যায় চন্দ্রবন। আদরের দেবরকে রক্ষা করার জন্য চন্দ্রবন মাধবকে পাঠিয়ে দেয় দূর দেশে। বহু চড়াই উতরাই পেরিয়ে মাধব বলরাজার আশ্রয়ে বড় হতে থাকে। বিয়ে ঠিক হয়ে যাওয়া রাজার অপরূপ সুন্দরী কন্যা মালঞ্চী প্রেমে পড়ে সুদর্শন মাধবের। সে মাধবকে এক শর্ত দেয়। যদি সে এক রাতের মধ্যে মন পবনের নাও নিয়ে গুড়গুড়ি গাছের নিচে অপেক্ষা করতে পারে, তবে মালঞ্চী বাবার রাজত্ব ছেড়ে চলে আসবে। ৎশর্তে রাজি হয় মাধব, কিন্তু বিচ্ছেদের সুর থেকেই যায়। মাধবকে হারিয়ে ফেলে মালঞ্চী। পুরুষের রূপ ধরে সিপাহী সেজে দেশ-বিদেশে মাধবকে খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে বুইট্রাল রাজার রাজত্বে চাকরি নেয়। রাজা সিপাহী বেশি মালঞ্চীর কাছে রাজকন্যাকে সঁপে দিতে চায়। মালঞ্চী আরেক সঙ্কটে পড়ে যায়। নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, প্রায় ৩২ বছর আগে বিভাস চক্রবর্তীর এই নাটকটি দেখেছিলাম, তখন থেকেই মনে দাগ কেটেছিল। কোভিড পরিস্থিতির পর আমাদের নাট্যদল নতুন প্রযোজনা হিসেবে এটি মঞ্চে এনেছে। নাটকটি নির্দেশনা দিতে গিয়ে নাটকের মালঞ্চীকে আমি দেখাতে চেয়েছি নারী শক্তির প্রতীক হিসেবে। নাটকের অভিনয় করেছেন নুরুজ্জামান বাবু, মানিক, সজল, ইসমাইল সিরাজী, রানা সিকদার, লেমন, ক্ষমা, ঐতিহ্য, বাঁশরী, তানভীর, ভাবনা, সুজন, লেলিন, ইন্দ্রাণী, দোলন, ফারহানা, ফুয়াদ, প্রদীপ ও মোকাদ্দেম। নাটকের সঙ্গীত পরিকল্পনায় সেলিম মাহবুব। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। সহ-নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App