×

সাহিত্য

শামসুর রাহমান আমাদের অনুপ্রেরণার উৎসপুরুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৬:৩২ পিএম

শামসুর রাহমান আমাদের অনুপ্রেরণার উৎসপুরুষ

কবি শামসুর রাহমান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ‘শামসুর রাহমান : আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ’ শীর্ষক একক বক্তৃতানুষ্ঠানে বিশিষ্ট কবি অসীম সাহা। ছবি: ভোরের কাগজ

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান প্রাণপুরুষ কবি শামসুর রাহমান আমাদের পদে পদে বুঝিয়ে দিয়েছেন, তিনি আছেন বাঙালির সমস্ত অস্তিত্ব জুড়ে। তিনি আছেন বাঙালি জাতিসত্ত্বার ওপরে আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তিতে। উদ্বুদ্ধ করার কাজে আমাদের অনুপ্রেরণার উৎসপুরুষ হিসেবে এবং তিনি সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্পণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি নিয়ে আছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি শামসুর রাহমান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ‘শামসুর রাহমান : আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ’ শীর্ষক একক বক্তৃতানুষ্ঠানে একক বক্তা বিশিষ্ট কবি অসীম সাহা এসব কথা বলেন।

বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ধন্যবাদ দেন বাংলা একাডেমি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ হাসান কবীর। অনুষ্ঠানের শুরুতে কবি শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী রফিকুল ইসলাম এবং শামসুর রহমানের কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন অধ্যাপক আবু জাফর।

কবি অসীম সাহা বলেন, এক জটিল সময়ে যার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তিনি জাগতিক জীবনে অস্তিত্বহীন হলেও, সেই কবি শামসুর রাহমান জাতির সঙ্কটকালেও তার কবিতা নিয়ে সর্বক্ষণ আছেন আমাদের পাশে। বাংলা কবিতা যতদিন থাকবে, তিনি থাকবেন আমাদের অস্তিত্বের সঙ্গী হয়ে।

সেলিনা হোসেন বলেন, শামসুর রাহমান ব্যক্তি মানসকে যুক্ত করেছেন বাঙালি জাতির দিগন্তপটে। তিনি সারাজীবন কবিতার মধ্য দিয়ে মূলত শুদ্ধতার সাধনা করেছেন।

মুহম্মদ নূরুল হুদা বলেন, শামসুর রাহমান নিরন্তর কবিতার সাধনা করে গেছেন। তার সাধনায় বাংলা কবিতা বিশ্বকবিতার মানচিত্রের সঙ্গে সাবলীল এবং বর্ণাঢ্যভাবে যুক্ত হয়েছে, যা আমাদের পরম গৌরবের বিষয়।

মোঃ হাসান কবীর বলেন, কবি শামসুর রাহমান বাংলা সাহিত্যের বরেণ্য কবিই শুধু নন, তিনি ছিলেন বাংলা একাডেমির সম্মানিত সভাপতি। বাংলা একাডেমি পরিবার এজন্য গর্বিত।

এছাড়া কবির প্রয়াণ দিবস উপলক্ষে সকালে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কবি আমিনুর রহমান সুলতানসহ অন্যান্য নেতারা কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App