×

সাহিত্য

নেত্রকোণায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০২:৪৪ পিএম

নেত্রকোণায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
বাংলা সাহিত্যের বরপুত্র খ্যাত প্রয়াত হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার তার নিজের হাতে গড়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে-স্কুল প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলওয়াত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‍্যালী, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, হুমায়ুন আহমেদকে নিয়ে শিক্ষার্থীদের স্বরচিত কবিতা পাঠ, ছবি আঁকা ও আলোচনা। উল্লেখ্য, ক্ষণজন্মা প্রয়াত হুমায়ূন আহমেদ তার বাবার স্মৃতি রক্ষার্থে গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে ২০০৬ সালে তিন একর জমির উপর গড়ে তোলেন এই শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, আমরা প্রত্যেক বছরই যথাযোগ্য মর্যাদায় স্যারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে থাকি।এবারও প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ এলাকার সবাই মিলে স্যারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি বেলা ১১টায়। বর্তমানে স্কুলটিতে ১০ম শ্রেণি পর্যন্ত ৩৪৫ শিক্ষার্থী অধ্যয়ন করছে। তিনি আরও বলেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান আকন্দ, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, লেখক হুমায়ুন আহমেদের চাচাত ভাই-বখতিয়ার আহমেদ আযম, ম্যানেজিং কমিটির সদস্য-কাজী আলমগীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App