×

সাহিত্য

শিল্পকলায় ‘অনন্য বয়নে জামদানি উৎসব-২০২৩’ বুধবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম

শিল্পকলায় ‘অনন্য বয়নে জামদানি উৎসব-২০২৩’ বুধবার

ছবি: ভোরের কাগজ

জামদানি বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। স্পর্শকাতর এ আদরনীয় ঐতিহ্যকে কেবল টিকিয়ে রাখা নয়, বরং দেশে বিদেশে জামদানির ঐতিহ্যকে তুলে ধরা ও এর বয়ন শিল্পীদের জীবনমানের টেকসই উন্নয়ন, বয়ন শিল্পকে পরিবেশবান্ধব করা আর এই ঐতিহ্যবাহী বয়ন শিল্পকে কলুষিত হওয়ার থেকে রক্ষা করার কাজে ব্রত রয়েছে ‘সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’। এই লক্ষ্যে তারই ধারাহিকতায় বুধবার (১৯ জুলাই) বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় উদ্বোধন হতে যাচ্ছে ‘অনন্য বয়নে জামদানি উৎসব ২০২৩’ শীর্ষক ১১ দিনের প্রদর্শনী।

যে প্রদর্শনীতে উপস্থাপন করা হবে ২৫টি উন্নতমানের জামদানি শাড়ি, অপরাপর সামগ্রী ছাড়াও বিভিন্ন ইন্সটলেশনের মাধ্যমে উপস্থাপিত হবে এর বয়ন প্রক্রিয়া।

১১ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া প্রতিদিন ভাওয়াইয়া গান, হারানো দিনের গান, হাসির নাটক, সেমিনার, যন্ত্র সংগীতের আয়োজন, হারানো দিনের গান, গীতিনাট্য, বাউল গান, ‘৯০ দশকের গান ছাড়াও নানা আয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App