×

সাহিত্য

কবি হানিফ খান আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৩৮ পিএম

কবি হানিফ খান আর নেই

কবি হানিফ খান। ফাইল ছবি

জাতীয় কবিতা পরিষদের শোক

জাতীয় কবিতা পরিষদের দপ্তর সম্পাদক, তরুণ কবি, নাট্যকার ও শিশুসাহিত্যিক হানিফ খান আর নেই।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। হানিফ খানের অকাল প্রয়াণে কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, হানিফ খানের মতো একজন সংস্কৃতিবান মানুষের অকালে চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি।

কবি হানিফ খান বাগেরহাট জেলার চিলমারী উপজেলায় জন্মগ্রহণ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী সব আন্দোলন ও প্রগতিশীল সব গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন একনিষ্ঠ কর্মী। কবি হানিফ খান বেশ কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক রচনা করেন।

শিশু সাহিত্যে অবদানের জন্য অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ আসর নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App