×

সাহিত্য

নতুন বই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম

নতুন বই

ফাইল ছবি

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার সমাপনী দিন। এদিন মেলায় নতুন বই এসেছে ২৬৭ টি। এ ছাড়া ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় মোট বই এসেছে ৩৭৩০টি।

এর মধ্যে গল্পের বই ৩৯টি, উপন্যাস ২৪ টি, প্রবন্ধ ১১টি, কবিতা ১২১টি, গবেষণা ৫টি, ছড়া ৩টি, শিশু সাহিত্য ২টি, জীবনী ৯টি, রচনাবলী ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ৬টি, বিজ্ঞান ১টি, ইতিহাস ৭টি, রাজনীতি ২টি, স্বাস্থ্য ৩টি, বঙ্গবন্ধু ২টি, ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ৫টি, অভিধান ৩টি, সায়েন্স ফিকশন ২টি, অন্যান্য ১২টি।

এর মধ্যে কথাপ্রকাশ এনেছে দিলওয়ার হাসান সম্পাদিত ‘অন্য দেশের গল্প’ ঐতিহ্য এনেছে সৈয়দ শামসুল হকের ‘পরাণের গহীন ভিতর’, মাহফুজুল আলমের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত’ পাঞ্জেরী এনেছে সঞ্জীব সেনের ‘বাবার পোষা ড্রাগন’ বিদ্যাপ্রকাশ এনেছে তাজুল মুহাম্মদের ‘১৯৭১ এর জননী সাহসিকা’ বলাকা প্রকাশন এনেছে মুস্তাফা মহিউদ্দিনের ‘কিছু মায়া রয়ে গেল’, কাসেম আলী রানার পাঁচটি মঞ্চনাটক’ মুকুল চন্দ্র হালদারের ‘স্মৃতির পাতায় একাত্তর’ মাহবুব আজাদের ‘জয়ন্তী যখন মুক্তিযোদ্ধার বন্ধু ছিল’ শব্দকথা এনেছে আফরাজ চৌধুরীর ‘একাত্তরে প্রবাসে আমিও আমরা’ উল্লেখযোগ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App